আমাদের স্মৃতিতে এখনও জ্বল জ্বল করছে চিনেই ‘ইউহান শহরের’ কথা। অভিযোগ এখন থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল ‘কোভিদ-19’ ভাইরাস। এবার নতুন রূপে আরও এক ভাইরাসে কাতর সেই চিন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিনের হাসপাতালগুলির ভিডিও। তাতে দেখা গিয়েছে, কাতারে কাতারে মানুষ ভিড় করছেন স্থানীয় হাসপাতালগুলিতে। অনেকের মুখেই মাস্ক। তাঁরা হাসপাতালের ভিড় লাইনে দাঁড়িয়ে। শীতের মুখে এই ভিডিও সাধারণের মনে আতঙ্ক বাড়িয়েছে ব্যাপকহারে। অনেকেই প্রশ্ন করছেন, অতিমারীর পর কি ফের চিন থেকেই বিশ্বে ছড়িয়ে পড়বে নতুন ভাইরাস? ফের বিপর্যস্ত হবে জনজীবন? তছনছ হয়ে যাবে সব আবার? আতঙ্কিত বিশ্ববাসী।
গবেষণায় জানা গেছে, করোনার প্রায় পাঁচ বছর পর, চিনে আবার হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)-সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপকহারে। কেউ কেউ বলছেন, একাধিক ভাইরাস মানুষের শরীরে থাবা বসাচ্ছে দ্রুত হারে। মূলত ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে কাতারে কাতারে মানুষ হাসপাতালমুখী হচ্ছেন। আবার কিছু সোশ্যাল মিডিয়ার পোস্টে জানা গিয়েছে, মূলত এইচএমপিভি ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপকহারে। আক্রান্ত হচ্ছে হাজার হাজার শিশু, শিশুরা ‘হোয়াইট লাংস’-এ ভুগছে। এইচএমপিভি আদতে কী? জানা গিয়েছে, এক্ষেত্রেও করোনা কিংবা ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ দেখা দেয়। হালকা জ্বর, কাশি, ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয়। মূলত শীতের সময়ে এসব রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই মত বিশেষজ্ঞদের।