বিনোদন

অরুণ রায়ের শেষকৃত্যে দেব রুক্মিণী

আজকের বিনোদন জগতের খবরটা চোখের জলে ভরা। ২ জানুয়ারী সকালেই মর্মান্তিক খবরটা ছড়িয়ে পড়তেই চোখের জলে ভাসে বিনোদন জগৎ। নতুন বছরের দ্বিতীয় দিনেই শোকের খবর। প্রায় দেড় বছর ক্যানসার রোগের সঙ্গে লড়াই করে হার মানলেন হীরালাল ছবির পরিচালক অরুণ রায়। অল্প সময়ে একাধিক পিরিয়ড ছবি বানিয়ে তাক লাগিয়েছেন তিনি। এদিন তাঁর শেষকৃত্যে যোগ দেন দেব এবং রুক্মিণী। বৃহস্পতিবার ২ জানুয়ারি সকালেই খবরটা আসে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাঘা যতীন ছবির পরিচালক অরুণ রায়। তিনি ভর্তি ছিলেন আরজি কর হাসপাতালে। ১ জানুয়ারি রাতেই জানা যায় ক্রিটিকাল অবস্থা তাঁর। সকালে সমস্ত মায়া কাটিয়ে পরপারে যাত্রা করলেন তিনি। এদিন তাঁর প্রয়াণের খবর পেতেই শোকজ্ঞাপন করেছেন তাঁর ছবির বাঘা ওরফে দেব এবং রুক্মিণী মৈত্র। তবে সেটাই নয়। এদিন যখন টলিউডের প্রায় কাউকেই সেই অর্থে কেওড়াতলা মহাশ্মশানে দেখা গেল না পরিচালকের শেষকৃত্যে তখন দেব, রুক্মিণী সেখানে ছিলেন। শুধু তাই নয়, তাঁদের এদিন অরুণ রায়ের শববাহী শকট করেই শ্মশানে আসেন। শ্মশানে মানুষের ভিড় ছিল প্রচুর।

 

 

 

শ্মশানে ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশকে যথেষ্ট তৎপর থাকতে হয়। এদিন গাড়ি থেকে নেমে খানিকক্ষণ এই তারকা জুটিকে পরিচালকের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। এরপরই অঝোরে কান্নায় ভেঙে পড়েন রুক্মিণী। বারবার মুছতে থাকেন চোখ। এ যেন প্রিয় জনের বিয়োগ। দেব এদিন তাঁর ‘বন্ধু’ অরুণ রায়কে নিয়ে লেখেন, ‘অনেক তাড়াতাড়ি হয়ে গেলো…।’ অন্যদিকে রুক্মিণী মৈত্র লেখেন, ‘আমি সবসময় তোমাকে ভালোবাসব হিরো… তুমি একজন হিরোর মতোই লড়াই করেছ। তোমার নায়িকা তোমায় প্রতিজ্ঞা করছে, তোমাকে দেওয়া সব কথা রাখবো অরুণ দা। সত্যি বলি.. না ছেড়ে গেলেও পারতে.. তবু মেনে নিতেই হবে.. আমি তোমাকে ভালোবাসি।’ সকলের চোখের জলে ভেসে এখনও বেঁচে আছেন সকলের অরুন দা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.