পমেগ্রেনেট পিল পাউডারের বেনিফিটস
পমেগ্রেনেট পিল পাউডারে আছে ভিটামিন সি, এলাজিক (ellagic) অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্ট ও মিনারেল। বাইরের ডার্ট, পল্যুশন থেকে তৈরি ব্যাকটেরিয়া, ফাঙ্গাসজনিত সমস্যা দূর করতে এই পাউডার বেশ কার্যকর। এই পাউডারের রয়েছে আরও কয়েকটি বেনিফিটস। যেমন-
স্কিন ব্রাইট করে তোলে
রিংকেলস ও ফাইন লাইনস কমিয়ে স্কিনকে রাখে ইয়ুথফুল
স্কিনের হাইড্রেশন ধরে রাখে
একনে কমাতে ও একনে স্পট রিমুভ করতে হেল্প করে
চুল করে তোলে সফট ও শাইনি
ফাঙ্গাস থেকে স্ক্যাল্পকে সুরক্ষিত রাখে
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক ও চুলকে সুরক্ষা দেয়
হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসা গুঁড়ার DIY প্যাক
ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন?
পমেগ্রেনেট পিল পাউডার দিয়ে স্কিনের বিভিন্ন প্রবলেমের সল্যুশনে বানানো যায় কয়েকটি প্যাক। চলুন কনসার্ন অনুযায়ী প্যাকগুলো কীভাবে বানানো যায় জেনে নেই-
১) ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ফেইস প্যাক
প্যাকটি বানাতে যা যা লাগবে
১ টেবিল চামচ ডালিমের খোসা গুঁড়া
১ চা চামচ কোকো পাউডার
যেভাবে তৈরি করবেন
১) একটি পাত্রে ডালিমের খোসা গুঁড়া, কোকো পাউডার ও পরিমাণমতো পানি একসাথে মিশিয়ে প্যাক বানিয়ে নিন।
২) পুরো ফেইসে প্যাকটি ভালোভাবে অ্যাপ্লাই করে ১৫/২০ মিনিট অপেক্ষা করুন।
৩) প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসা গুঁড়া
প্রতিদিনের ব্যস্ততায় ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হেল্প করে পমেগ্রেনেট পিল পাউডার। সেই সাথে এটি দূর করে স্কিনের ইচিনেস, রেডনেস ও ইরিটেশন। কোকো পাউডার ত্বককে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজড রাখতে হেল্প করে। ব্রাইট ও ময়েশ্চারাইজড স্কিন পেতে বেনিফিসিয়াল এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি প্যাক সপ্তাহে অন্তত ১/২ বার ব্যবহার করুন।
২) ত্বকের রিংকেলস দূর করতে ফেইস প্যাক
প্যাকটি বানাতে যা যা লাগবে
১ টেবিল চামচ ডালিমের খোসা গুঁড়া
১ টেবিল চামচ দুধ