মেকআপ ছাড়াই ডার্ক সার্কেল কমানোর উপায়
এই সমস্যা কমানোর জন্য ব্যবহার করতে পারেন ন্যাচারাল কয়েকটি ইনগ্রেডিয়েন্টস। চলুন জেনে নেই, ন্যাচারালি ডার্ক সার্কেলের ভিজিবিলিটি কমানোর উপায়গুলো-
শসা
স্বাস্থ্য ভালো রাখার জন্য শসা যে উপকারী সেটা তো আমরা জানি। উপকারী এই সবজিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি ও কে। তাই হেলথ বেনিফিট পাওয়ার পাশাপাশি চোখের নিচের ডার্ক সার্কেল ঢাকার জন্যও শসা হেল্প করে। শসা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এবার এই ঠান্ডা শসার স্লাইস কেটে চোখের উপর রাখুন। ১০ মিনিট পর চোখ ধুয়ে ফেলুন। নিয়মিত শসা ব্যবহারে চোখের চারপাশের কালোদাগ দূর হওয়ার পাশাপাশি চোখেও প্রশান্তি মিলবে।
মেকআপ ছাড়াই ডার্ক সার্কেল দূর করতে হেল্প করে শশা
রোজ ওয়াটার
স্কিন হাইড্রেটেড রাখতে গোলাপ জল বা রোজ ওয়াটার কিন্তু খুবই হেল্পফুল। ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টযুক্ত এই রোজ ওয়াটার যেমন রিলাক্সিং, তেমনই চোখের ক্লান্তি দূর করতেও এটি খুব ভালো কাজ করে। আর ক্লান্তি দূর হলে ডার্ক সার্কেলও কিছুটা কম মনে হবে। রোজ ওয়াটার দিয়ে কটন প্যাড ভিজিয়ে নিয়ে ১০ মিনিট চোখের উপর লাগিয়ে রাখুন। নিয়মিত এই রুটিন ফলো করতে পারেন।
SHOP AT SHAJGOJ
টি ব্যাগ
ডার্ক সার্কেল দূর করার জন্য কমন একটি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে টি ব্যাগ। এক্ষেত্রে গ্রিন টি ব্যাগ ইউজ করলে বেনিফিট বেশি পাওয়া যায়। কারণ এই চায়ে থাকা ক্যাফেইন ও ট্যানিন ডার্ক সার্কেল রিমুভ করতে এবং চোখের নিচের পাফিনেস দূর করতে হেল্প করে। চা পান করা শেষে টি ব্যাগ ফেলে না দিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এবার চোখের উপর লাগিয়ে রাখুন ১০ মিনিট। চোখের নিচের কালো দাগ দূর করার জন্য সপ্তাহে ২/৩ দিন টি ব্যাগ ইউজ করুন।
মেকআপ ছাড়াই ডার্ক সার্কেল দূর করতে হেল্প করে গ্রিন টি
আলুর রস
আলুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ভিটামিন সি ত্বকের কোলাজেন প্রোডাকশন বাড়াতে হেল্প করে এবং ত্বককে দেয় ইয়াংগার লুক। ডার্ক সার্কেল কমিয়ে আনতে আলুও বেশ ভালো কাজ করে। আলু গ্রেট করে রস চিপে নিন। এবার কটন প্যাড বা বলের সাহায্যে আলুর রস চোখের চারপাশে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। দেখবেন, বেশ ফ্রেশ দেখাচ্ছে!
ঠান্ডা দুধ
ভিটামিন, মিনারেল ও পুষ্টিকর বিভিন্ন উপাদানের খুব ভালো উৎস দুধ। এছাড়া এতে আছে ল্যাকটিক অ্যাসিড। ডার্ক সার্কেল কমিয়ে আনতে এটি খুব ভালো কাজ করে। সেই সাথে স্কিন হয় ব্রাইট। ঠান্ডা দুধে কটন প্যাড বা কটন বল ভিজিয়ে চোখের চারপাশে এমনভাবে লাগিয়ে নিন যেন ডার্ক সার্কেল এরিয়া পুরোটুকু কভার করে।