খেলা

বছর শুরুতেই খারাপ খবর লাল হলুদে

বছর শুরুতেই খারাপ খবর লাল হলুদে। প্রয়াত প্রাক্তন ফুটবলার অলোক সাহা। ১৯৮৩ সাল থেকে ১৯৮৮ সাল অর্থাৎ টানা ছয় বছর ইস্টবেঙ্গল ক্লাবের ডিফেন্সে অন্যতম ভরসা ছিলেন অলোক সাহা। ‘৮৩ সালে লাল হলুদ জার্সি গায়ে আবির্ভাব মরসুমে দলকে আইএফএ শিল্ড ও ডিসিএম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল তাঁর। ‘৮৪ র মরসুমে শিল্ড এবং সঞ্জয় গান্ধী গোল্ড কাপে তাঁর পারফরম্যান্স আজও লাল হলুদ সমর্থকদের মুখে মুখে। ‘৮৫ সালে কলম্বোয় অনুষ্ঠিত কোকাকোলা কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল অলোকের। লাল হলুদ জার্সি গায়ে খেলার পাশাপাশি বাংলার সন্তোষ ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। চাকরি থেকে অবসর নেওয়ার পর বেশ কিছু বছর ধরে নার্ভের সমস্যায় ভুগছিলেন। গত তিন বছর ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। এতটাই অসুস্থ ছিলেন বিছানা থেকে উঠতেও পারতেন না। ভোর রাত্রে ৬৪ বছর বয়সে অলোক সাহা সবাইকে ছেড়ে অমৃতলোকে যাত্রা করেন। রেখে গেলেন স্ত্রী আর একমাত্র পুত্রকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.