অল্প সময়েই উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব?
অবশ্যই! নিজের স্কিন টাইপ বুঝে রাইট ইনগ্রেডিয়েন্ট সিলেকশন, প্রোপারলি রুটিন ফলো করা, হেলদি লাইফস্টাইল- সবকিছু মিলিয়ে হেলদি ও ফ্ললেস স্কিন পাওয়া অসম্ভব কিছু নয়। তবে রাতারাতি কোনো মিরাকেল ঘটবে না! যে প্রোডাক্টগুলো ক্লেইম করে রাতারাতি আপনাকে ফর্সা করে দিবে, তাতে কী পরিমাণে হার্মফুল কেমিক্যাল থাকে, সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তাই সেসব ক্ষতিকর ও নকল প্রোডাক্ট থেকে দূরে থাকুন। যেসব ব্র্যান্ড স্কিন সেফটি নিশ্চিত করে, সেগুলোর উপর ভরসা রাখুন। স্কিন ব্রাইটেনিং এর জন্য অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টের ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু আপনাকে সঠিক উপাদান নির্দিষ্ট পরিমাণে ইউজ করতে হবে।
সিরাম কীভাবে কাজ করে?
হাইলি কনসেনট্রেটেড পাওয়ারফুল উপাদান খুব লাইট ও থিন ফর্মুলার সাহায্যে ত্বকের কোষে পৌঁছে দেওয়ার কাজ করে সিরাম। সিরাম এমনভাবেই তৈরি করা হয় যাতে স্টার ইনগ্রেডিয়েন্ট খুব সহজেই স্কিনের ডিপ লেয়ারে প্রবেশ করতে পারে। অনেক ধরনের সিরাম আছে, একেকটার কাজ একেক রকম। যেহেতু সিরাম স্পেসিফিক স্কিন কনসার্নকে টার্গেট করে কাজ করে ও দ্রুত সমাধান দেয়, তাই দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে।
সিরামের দাম এত বেশি কেন?
সিরামে স্পেসিফিক ইনগ্রেডিয়েন্ট এমন পরিমাণে দেওয়া থাকে, মাত্র কয়েক ড্রপ ব্যবহার করাই কিন্তু এনাফ। একই রেঞ্জের অন্য স্কিনকেয়ার প্রোডাক্টে সেইম পারসেন্টেজে আপনি সেই উপাদানটি পাবেন না। এজন্যই সিরাম এতটা কার্যকরী, আর রেগুলার ইউজের জন্য ২-৩ ফোঁটাই যথেষ্ট। ফর্মুলেশন, কার্যকারিতা আর উপাদানের দামের কারণেই সিরামের দামটা বেড়ে যায়। একটা সিরাম আপনি অনেকদিন ইউজ করতে পারবেন। তাই ভালোমানের একটা সিরামের জন্য ইনভেস্ট করলে সেটা কিন্তু বৃথা যাবে না। এটাকে এখন অ্যাসেনশিয়াল স্কিনকেয়ার প্রোডাক্টই বলা যায়।
কারা ইউজ করতে পারবে?
২০ বছরের পর স্কিনকেয়ারে অ্যাড করতে পারেন। টিনেজে জাস্ট বেসিক স্কিনকেয়ার রুটিন ফলো করবেন, এই সময় অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করার প্রয়োজন নেই। দিনের বেলাতে সানস্ক্রিন স্কিপ করা যাবে না! একই সময়ে দুই বা ততোধিক অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট একসাথে ব্যবহার করা থেকে বিরত থাকুন। কয়েকটা সিরাম কিন্তু একবারে ইউজ করবেন না! এই ব্যাপারে সতর্ক থাকুন এবং কেনার আগে অবশ্যই লেবেল পড়ে নিন।
দিনের বেলায় কি সিরাম অ্যাপ্লাই করা যায়?
নিয়াসিনামাইড,বেইজড সিরাম দিনের বেলা অ্যাপ্লাই করা যেতে পারে। রেটিনল, ল্যাকটিক অ্যাসিড জাতীয় সিরাম রাতে ব্যবহার করতে বলা হয়, কেননা এগুলো ফটো সেনসিটিভ। স্কিনকেয়ারে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট থাকলে সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। আপনি যেই সিরামই ইউজ করুন না কেন, সেটার প্যাকেজিং আগে চেক করুন। কারণ প্যাকেজিংয়ে বা লেবেলে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকে।