খেলা

বাংলাকে রবি আলোয় ফিরিয়েছেন

বাংলাকে রবি আলোয় ফিরিয়েছেন। নিজের জীবনের কি অন্ধকার মুছতে পারবেন! একটা ভাল চাকরি। একটু সুস্থভাবে জীবন কাটানো। এ’টুকুই তো চাওয়া। তারজন্যই তো মাঠে বল পায়ে ছুটে বেড়ানো! বিপক্ষের জাল ছিন্নভিন্ন করে দেওয়া! না’হলে এই ভারতীয় ফুটবলে, বিশেষ করে বাংলার প্রত্যন্ত গ্রামের ছেলে হয়ে আর কীই বা স্বপ্ন দেখতে পারেন কেউ! রবি হাঁসদা খুব চাইছেন, এবার একটা চাকরি অন্তত হোক। না হলে পরিবারের দরজায় স্বস্তির আলো পৌঁছবে না। পূর্ব বর্ধমানের ভাতার থানার মশারু গ্রামের এই আদিবাসী তরুণ। বাংলাকে ৩৩তম বারের জন্য ভারতসেরা করার প্রধান কারিগর। ভেঙেছেন মহম্মদ হাবিবের সর্বোচ্চ গোলের রেকর্ডও। আইএসএলে কি ডাক পাবেন এবার! যার মোহনবাগান- ইস্টবেঙ্গল-মহমেডানেই দরজা খোলেনি, সে অতদূর ভাবে না। হলেও, তা এই জমানায় অনির্দিষ্টই ভবিষ্যৎ। অভাবের সংসারেই লড়াই করে বড় হয়ে ওঠা। মা কৃষিকাজে দিনযাপন করেন কোনওরকমে। বছর দুয়েক আগে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর যখন মাঠ থেকে ছিটকে যেতে হয়েছিল, তখনও চিকিৎসা কীভাবে করাবে তা ভাবতেই মাথায় হাত দিয়ে বসতে হয়েছিল রবিকে। শুধু কি রবিরা আসবেন আর জিতিয়েই যাবেন? কবে জিতবেন নিজের জীবন সংগ্রামে। প্রশ্নটা সোজা, শুধু উত্তর দেওয়ার লোক নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.