অফবিট

রোজ সকালে রেডিয়েন্ট স্কিন পাওয়ার জন্য সেরা ৪টি স্লিপিং মাস্ক

স্লিপিং মাস্ক কী?

সূর্যরশ্মি, পল্যুশন, স্ট্রেসের কারণে সারাদিন আমাদের স্কিনের উপর বেশ ধকল যায়। এই ধকল কাটে রাতে ঘুমানোর সময়। আর এই সময়ে স্লিপিং মাস্ক বেশ ইফেক্টিভলি কাজ করে। স্লিপিং মাস্ক রাতে ঘুমানোর আগে ফেইসে অ্যাপ্লাই করতে হয়। এটা সাধারণত জেল বেইজড বা লাইট ওয়েট ফর্মুলার হয়, যার কারণে স্কিনে দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফেইস ধুয়ে ফেলতে হয়। অনেকে স্লিপিং মাস্ক ও কে এক ভাবেন। কিন্তু শিট মাস্ক অল্প সময় ফেইসে রাখতে হয়, আর স্লিপিং মাস্ক রাখতে হয় সারা রাত। ওভারনাইট এই মাস্কগুলো স্কিনের সারফেসে একটি প্রোটেক্টিভ লেয়ার ক্রিয়েট করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে। আর সকালে ঘুম থেকে ওঠার পর স্কিন হয়ে ওঠে প্লাম্পি।

স্লিপিং মাস্ক

Tonymoly Panda’s Dream Sleeping Pack

সকালে ঘুম থেকে উঠে স্কিন দেখতে একদম ফ্রেশ ও ইয়াংগার লুকিং লাগবে, এমনটি কে না চায়? আজ আপনাদের জানাবো এমনই একটি প্রোডাক্টের কথা, যেটি স্কিনকে করে তুলবে একদম আপনার মনের মতো। প্রোডাক্টটি হচ্ছে Tonymoly Panda’s Dream Sleeping Pack। এই স্লিপিং প্যাকে আছে ল্যাভেন্ডার, রোজমেরি, ব্যাম্বু এক্সট্র্যাক্ট ও বেরি এক্সট্র্যাক্ট। এর লাইটওয়েট ও হাইড্রেটিং ফর্মুলা ডার্ক স্পট কমিয়ে স্কিনকে ব্রাইট করে তোলে এবং স্কিন টোন ইভেন করে তোলে। এর ফ্রেগ্রেন্স বেশ রিফ্রেশিং। অল্প পরিমাণ ব্যবহারেই ফুল কভারেজ দেয়।

চলুন এক নজরে এর বেনিফিটগুলো দেখে নেই-

ব্রাইট করে তোলে

  • স্কিনে সুদিং ফিল দেয়
  • স্কিনের দাগ দূর করতে হেল্প করে
  • ইলাস্টিসিটি বাড়িয়ে স্কিন ইভেনটোন রাখে
  • অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ থাকায় ইরিটেটেড স্কিনেও ইউজ করা যাবে

৫০ গ্রামের কিউট একটি পান্ডা শেইপের কন্টেইনারে এই স্লিপিং প্যাকটি পাওয়া যাচ্ছে। এটি একটি হাই এন্ড রেঞ্জ প্রোডাক্ট। যারা আগে এটি ইউজ করেছেন তারা জানেন রেঞ্জ একটু বেশি হলেও স্কিনের জন্য এটি কতটা বেনিফিসিয়াল। চাইলে ব্যাগেও ক্যারি করতে পারেন।

 

Laneige Water Sleeping Mask

ডিহাইড্রেটেড স্কিনে হাইড্রেশন ফিরিয়ে আনতে বেশ কার্যকরী Laneige Water Sleeping Mask। এতে আছে Hydro Ionized Mineral Water, যা স্কিনে দিবে প্রোপার ময়েশ্চার। এতে আরও আছে অরেঞ্জ ফ্লাওয়ার ও রোজ এক্সট্র্যাক্ট এবং স্যান্ডালউড। এর ফ্রেগ্রেন্স বেশ মাইল্ড। ১৫ মি.লি. এর এই মাস্কটির প্রাইস অন্য মাস্কের তুলনায় রিজনেবল। সাইজ দেখে অনেকেই একটু হতাশ হতে পারেন। তাই আগেই বলে দিচ্ছি, জেল বেইজড এই মাস্ক খুব কম পরিমাণে ইউজ করতে হয়। তাই এই একটি ক্রিম অনেকদিন ব্যবহার করা যাবে। মাস্কটি ১০০% প্যারাবেন ফ্রি। অল টাইপ স্কিনে এটি স্যুইটেবল। রোজ সকালে রেডিয়েন্ট স্কিন পাওয়ার জন্য স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে পারেন এই মাস্কটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.