অফবিট

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!

সানট্যানের কারণ

সূর্যের UVB রশ্মির কারণে আমাদের ত্বকের এপিডার্মিস লেয়ারে মেলানোসাইট সেলস ট্রিগার হয়ে যায়। যার ফলে স্কিনে এক্সেস মেলানিন তৈরি হয়। এই কারণে তখন ত্বকের উপরিভাগে ব্রাউন পিগমেন্ট ভিজিবল হয়, একে বলা হয় সানট্যান। শুধু ঘুরতে গেলেই না, রেগুলার স্টেপ হিসেবে সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। দিনের বেলা বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করুন। বাসায় থাকলে বা মেঘলা দিনেও সানস্ক্রিন স্কিপ করা যাবে না।

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করার উপায়

সান প্রোটেকশন ছাড়া কড়া রোদে থাকার কারণে স্কিনে খুব দ্রুত কালচেভাব, স্পটস, এজিং সাইনস চলে আসে। ট্যুরে গেলে সরাসরি রোদে লং টাইম থাকা হয়, এতে স্কিন কয়েক শেইড ডার্ক হয়ে যেতে পারে। চলুন জেনে নেই কীভাবে অল্প সময়েই এই সানট্যান দূর করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায়

 

৩টি ডিফারেন্ট ফেইস মাস্ক 

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করার জন্য ফেইস মাস্ক বেশ ভালো কাজ করে। এমন ইনগ্রেডিয়েন্টযুক্ত ফেইস মাস্ক আপনাকে বেছে নিতে হবে যা ভেতর থেকে স্কিনকে ব্রাইট করে তোলে, সানট্যান ও স্পটস দূর করে কম সময়েই। আজ আমি এমনই ৩টি ম্যাজিকাল ফেইস মাস্কের কথা জানাবো যা কালচেভাব দূর করে অল্প সময়ে স্কিনকে উজ্জ্বল করে তুলবে। আপনাদের পছন্দমতো যেকোনো ফেইস মাস্ক বেছে নিতে পারেন। চলুন জেনে নেই তাহলে।

 

১) ব্রাইটেনিং ফেইস মাস্ক

সানট্যান দূর করতে চন্দন, অরেঞ্জ পিল পাউডার, টারমারিক, শঙ্খ গুঁড়া, মুলতানি মাটি খুবই ভালো কাজ করে। আর এই সবগুলো উপাদান একসাথে পেয়ে যাচ্ছেন Skin Cafe Brightening Mask এ! বিজি লাইফের ইজি সল্যুশন, তাই না? এই প্রত্যেকটি উপাদানের আলাদা আলাদা কার্যকারিতা আছে। চলুন এক নজরে দেখে নেই-

  • চন্দন- কালো দাগ দূর করে স্কিনকে ব্রাইট করে তোলে অল্প সময়েই
  • অরেঞ্জ পিল পাউডার- স্কিনের ডেড সেলস দূর করে ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়
  • ওয়াইল্ড টারমারিক- রেডনেস, ইচিনেস, একনে, র‍্যাশ কমাতে সাহায্য করে
  • শঙ্খ গুঁড়া- স্কিন হোয়াইটেনিং, অ্যান্টি এজিং ও হিলিং প্রোপারটিজ আছে
  • মুলতানি মাটি- স্কিনকে ডিপলি ক্লিন করে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনে

তাহলে বুঝতেই পারছেন এই ফেইস মাস্ক ট্যান দূর করে ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কতটা ইফেক্টিভ! চলুন এবার জেনে নেই ব্যবহারবিধি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.