অফবিট

চোখের যত্নে সেরা ৫টি আই ক্রিম থেকে বেছে নিন আপনারটি!

চোখের যত্নে সেরা ৫টি আই ক্রিম

The Body Shop Vitamin E Eye Cream

সকালে ঘুম থেকে উঠে চোখের নিচে দেখতে আমাদের কারোরই ভালো লাগে না। আবার প্রতিদিনের পল্যুশন, স্ট্রেসফুল লাইফ সব মিলিয়ে দেখা দেয় ফাইন লাইনসের সমস্যা। এই প্রবলেমগুলো ফেইসে বেশি ভিজিবল হতে থাকে বলে দিন দিন চেহারা হয়ে ওঠে ডাল। তাই আন্ডার আই ক্রিম হিসেবে চাই এমন কোনো প্রোডাক্ট যেটি অল্প সময়েই এই সমস্যাগুলো কমিয়ে আনবে। ডার্ক সার্কেল ও ফাইন লাইনসের প্রবলেম রিমুভ করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে The Body Shop Vitamin E Eye Cream। এতে ইনগ্রেডিয়েন্ট হিসেবে আছে ভিটামিন ই, হায়ালুরোনিক অ্যাসিড এবং অন্যান্য স্কিন নারিশিং ইনগ্রেডিয়েন্ট।

 

প্রতিদিন রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণ ক্রিম আঙুলে লাগিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করে জেন্টলি ম্যাসাজ করে নিন। অল্প কয়েকদিনের মধ্যেই চোখের নিচের পাফিনেস কমে আসবে। আই ক্রিমটি ১৫ মি.লি. এর টিউবে পাওয়া যাচ্ছে। হাই এন্ড রেঞ্জের এই প্রোডাক্টটি অল টাইপ স্কিনের জন্য স্যুইটেবল।

Simple Kind To Eyes Soothing Eye Balm

আমাদের অনেকেরই চোখের নিচের অংশটি বেশ ফুলে থাকে। এই আই পাফিনেস কমানোর জন্য ইউজ করতে পারেন Simple Kind To Eyes Soothing Eye Balm। মাল্টি ভিটামিনস এবং স্কিনের জন্য বেনিফিসিয়াল বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট আছে এতে। এই ক্রিমে কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার,  বা হার্শ কেমিক্যাল ইউজ করা হয়নি। তাই স্কিন থাকে একদম সেইফ। সব ধরনের স্কিনে এমনকি সেনসিটিভ স্কিনেও এটি ইউজ করা যাবে। এই আই ক্রিমটি নন-কমেডোজেনিক, হাইপোঅ্যালার্জেনিক ও ডার্মাটোলজিক্যালি টেস্টেড। রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে ক্রিম জেন্টলি ম্যাসাজ করে নিন। খেয়াল রাখবেন ক্রিম যেন চোখের ভেতর না যায়। অন্যান্য আই ক্রিমের তুলনায় ১৫ মি.লি. এর ক্রিমটির প্রাইস বেশ রিজনেবল। সবুজ ও সাদা রঙের প্যাকেজিংটিও বেশ আই ক্যাচি।

 

3W Clinic Rose Eye Cream Anti Wrinkle

পর্যাপ্ত ঘুমের অভাব অথবা স্ট্রেসের রেজাল্ট সবার আগে বোঝা যায় চোখের নিচে। কারণ এসব প্রবলেমের কারণে আন্ডার আই রিংকেল বেশি ভিজিবল হয়। 3W Clinic Rose Eye Cream Anti Wrinkle এ আছে রোজ পেটাল এক্সট্র্যাক্ট, যা স্পেশালি কাজ করে আন্ডার আই রিংকেলস রিডিউস করতে। এটি স্কিনকে ময়েশ্চারাইজড রাখে এবং স্কিনে থাকা পানির পরিমাণ ব্যালান্স করে। রেগুলার এই ক্রিম ব্যবহারে পিগমেন্টেশন, ক্রিজ ও রিংকেলের সমস্যা কমে আসে। স্কিনকে সফট ও নারিশড রাখে বলে এজিং প্রসেস ডিলে হয়। ৪০ মি.লি. এর এই ক্রিমটির প্রাইস বেশ রিজনেবল। পিংক রোজ পেটালের সাথে ম্যাচ করে তৈরি করা এই আই ক্রিমটির প্যাকেজিং দেখতে বেশ সুন্দর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.