তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বৈঠক করতে চলেছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় মহারাজের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে। আমরা জানি সম্পূর্ণ বিনা বিচারে ইসকনের সন্ন্যাসী চিন্ময় মহারাজকে মাসাধিক কাল ধরে আটকে রাখা হয়েছে চট্টগ্রামে জেলে। এই মুহূর্তে তিনি জেলে খুবই অসুস্থ হয়ে পরেছেন। চিন্ময় প্রভুর জামিন নিয়েও হাজার জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যে। আগামী ২ জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে জামিন মামলার শুনানি। এই আবহে ঠিক শুনানির আগে চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে বৈঠক বসতে চলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সূত্রের খবর এমনই। মঙ্গলবার দুপুরে বারাকপুরে, রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে সাক্ষাৎ হবে বলে জানা যাচ্ছে।
এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। জেলে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ। সূত্রের খবর, চিন্ময় কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে কথা বলতে বারাকপুরে তাঁর বাড়িতে যাচ্ছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এর আগে শুক্রবার কুণাল ঘোষকে ফোন করেছিলেন রবীন্দ্রবাবু। জানান, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করতে চান। কিন্তু তিনি অসুস্থ, পায়ে ব্যথা। তাই কুণাল ঘোষের অফিসে যেতে পারবেন না। এরপরই সৌজন্য বজায় রাখতে তৃণমূল নেতাই যাচ্ছেন বারাকপুরে, আইনজীবীর ছেলের বাড়িতে।