সানট্যান ও পিগমেন্টেশন দূর করার উপায়
আজ এমন কিছু ফেইস প্যাক সাজেস্ট করবো যা একদম প্রাকৃতিক উপায়ে ত্বকের কালোদাগ ও কালচেভাব দূর করবে। অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টি এজিং প্রোপারটিজ রয়েছে, এমন উপাদান আপনাকে বেছে নিতে হবে। চলুন দেরি না করে জেনে নেই বিস্তারিত।
১. অ্যালোভেরা ফেইস মাস্ক
আপনার প্রয়োজন হবে-
- ৩ টেবিল চামচ
- মধু ১ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো সামান্য
একটি বাটিতে সব উপাদান মিশিয়ে নিন যাতে স্মুথ পেস্ট তৈরি হয়। এবার ফেইসে লাগিয়ে নিন ভালোভাবে। এবার ১০-১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন, তারপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
অ্যালোভেরাতে অ্যালোসিন রয়েছে যা সানট্যান ও পিগমেন্টেশন দূর করতে দারুণ হেল্পফুল। অ্যালোসিন ত্বকে অতিরিক্ত মেলানিনের উৎপাদন নিয়ন্ত্রণ করে। এটা রোদে পোড়া ত্বককে সুদিং ফিল দেয়। মধু স্কিনকে ময়েশ্চারাইজড রাখে, ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে। এটি পিম্পলসেরও সল্যুশন দেয় । হলুদে আছে ভেষজ গুণাগুণ, যা হাইপারপিগমেন্টেশন কমিয়ে ত্বককে উজ্জ্বল করে
২. টমেটো ফেইস প্যাক
আপনার প্রয়োজন হবে-
- টমেটো পাল্প/ টমেটো সুদিং জেল ১ টেবিল চামচ
- মধু সামান্য
- টকদই ১ চা চামচ
প্রথমেই একটি উষ্ণ গরম তোয়ালে দিয়ে ফেইস ঢেকে রাখুন (স্টিমিং)। এরপর সব উপাদান মিক্স করে ফেইসে অ্যাপ্লাই করুন এবং ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। আইস কিউব দিয়ে ফেইসে রাব করুন। ব্যস, নিমিষেই পাবেন ব্রাইট ও সফট স্কিন।
টমেটো অ্যান্টি অক্সিডেন্ট ও সমৃদ্ধ। একটি প্রাকৃতিকভাবেই ত্বককে উজ্জ্বল করে। এটি ত্বকের সানট্যান দূর করে অল্প সময়েই। টকদই স্কিনে ময়েশ্চার প্রোভাইভ করে, প্রিম্যাচিউর এজিং সাইনস প্রিভেন্ট করে। সরাসরি টমেটো স্কিনে অ্যাপ্লাই করলে জ্বালাপোড়া করতে পারে যেহেতু এটা কিছুটা অ্যাসিডিক, তাই টকদই মিক্স করে দিতে হবে।
৩. উপটান