বিনোদন

দুই দশকের অভিজ্ঞতা নিয়েও অডিশন দিতে চললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

‘প্রতিটি অভিনেতার উচিত তাদের ফাঁপা অহংকার দূরে রাখা’, অভিনয় জগতে ২৪ বছর পার, দুই দশকের অভিজ্ঞতা নিয়েও অডিশন দিতে চললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রতি মুহূর্তেই যেন নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। এমনকি ইন্ডাস্ট্রিতে ২৪টা বছর পার করেও। তা নিয়ে কোনও রাখঢাকও নেই তাঁর। বরং গর্ব করেই সমাজমাধ্যমে লিখলেন সেই কথা। নীল কটন শাড়ির সঙ্গে লম্বা হাতের ধূসর রঙের ব্লাউজ, সঙ্গে একেবারে পরিমিত সাজ। চোখে টানা কাজল, একটি নাকছাবি এবং কপালে উজ্জ্বল লাল টিপ। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, ‘২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজের প্রসাধনী করা শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।’ শুধু বাংলাই নয়, টলিউড, বলিউড মিলিয়ে দুই ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন স্বস্তিকা। দীর্ঘ অভিজ্ঞতার পর অভিনেত্রীর উপলব্ধি, ‘ এই শহর আপনাকে নম্র করে। প্রতিটি অভিনেতার উচিত তাদের ফাঁপা অহংকার দূরে রাখা এবং একটি ভাল ভূমিকা গ্রহণ এবং শুধু উজ্জ্বল করার জন্য যা প্রয়োজন, তা করা।’ সঙ্গে এও লেখেন, ‘মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গিয়েছে। আমার অভিধানের প্রিয় শব্দ— অধ্যবসায়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.