অফবিট

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

স্ট্রেচ মার্কস কী ও কেন হয়?

কোলাজেন বা ইলাস্টিসিটি কমে যাওয়ার জন্য ত্বকে তৈরি হওয়া এক ধরনের দাগ হচ্ছে স্ট্রেচ মার্কস। এতে শরীরের বিভিন্ন জায়গায় সাদাটে বা লালচে ফাটা ফাটা দাগ দেখা যায়। প্রথমদিকে ত্বক যখন ফেটে যাওয়া শুরু করে তখন এটি দেখতে কিছুটা লালচে বা গোলাপি লাগে। ধীরে ধীরে দাগের রঙ সাদাটে হয়ে আসে। প্রেগনেন্সিতে পেট, ব্রেস্ট এবং শরীরের বেশ কিছু অংশে এমন দাগ হতে পারে। আবার অনেকের ঊরু, কোমরের অংশ, পেটের নিচের সাইডে ফাটা দাগ থাকে। ফাটা দাগে ব্যথা বা চুলকানি থাকে না। ছেলে মেয়ে উভয়ের এই সমস্যা হতে পারে। স্ট্রেচ মার্কস হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। যেমন-

  • বংশগত
  • অস্বাভাবিক বৃদ্ধি বা হ্রাস
  • গর্ভধারণের শেষে পেটের চামড়া পাতলা হয়ে যাওয়া
  • হরমোনজনিত সমস্যা
  • স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহার ইত্যাদি

স্ট্রেচ মার্ক

স্ট্রেচ মার্কস একদম রিমুভ করা যায় না। কিছু উপাদান ব্যবহারে এটি ফেইড করা যায়। এমনই একটি উপাদান হচ্ছে অ্যালোভেরা। আজ আপনাদের জানাবো শরীরের ফাটা দাগ দূর করার জন্য কোন কোন উপায়ে অ্যালোভেরা ব্যবহার করা যায় সেই সম্পর্কে।

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরার ব্যবহার

অ্যালোভেরা স্ট্রেচ মার্কস কমিয়ে আনতে হেল্প করলেও অনেকের ক্ষেত্রে সরাসরি পাতা থেকে কালেক্ট করা জেল অ্যাপ্লাই করলে ইচিং হতে পারে। আবার পাতা কালেক্ট করাটাও অনেকের কাছে বেশ হ্যাসেল লাগে। এক্ষেত্রে ইজি একটি সল্যুশন হতে পারে। আপনার সুবিধা অনুযায়ী যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন। চলুন তাহলে জেনে নেই স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কীভাবে কাজ করে-

কোলাজেন প্রোডাকশন বাড়ায়

যে কোনো ধরনের ক্ষত সারিয়ে তুলতে এবং দাগ দূর করার জন্য কোলাজেন প্রোডাকশন হওয়া জরুরি। আর অ্যালোভেরা কোলাজেন প্রোডাকশন বাড়াতে হেল্প করে। তাই ফাটা দাগ দূর করতে এটি নিশ্চিন্তে ব্যবহার করা যায়।

স্কিন ময়েশ্চারাইজ করে

স্ট্রেচ মার্কস কমিয়ে আনতে স্কিনের ময়েশ্চার ধরে রাখা জরুরি। অ্যালোভেরাতে মিউকোপলিস্যাকারাইড রয়েছে যা স্কিনের আর্দ্রতা ধরে রাখে। তাই স্কিন ময়েশ্চারাইজড রেখে অনাকাঙ্ক্ষিত এই দাগ ফেইড করার ইজি একটি সল্যুশন হতে পারে অ্যালোভেরা জেল।

স্ট্রেচ মার্ক কমিয়ে আনতে অ্যালোভেরা

ইউভি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে

ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাবে  রেডনেস, ইচিনেস বা র‍্যাশ হতে পারে। আর এসব কারণে হতে পারে স্ট্রেচ মার্কসের প্রবলেম। এই সমস্যাগুলো দূর করে ত্বককে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখে অ্যালোভেরা। সেই সাথে স্কিনে সুদিং ফিল দেয়। এসব সমস্যা যেন না হয় সেজন্য স্কিন কেয়ার রুটিনে অ্যালোভেরা জেল অ্যাড করে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.