অফবিট

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?

ভিটামিন সি সিরামে কোন ফর্মটি দেওয়া হয়?

L-Ascorbic Acid ভিটামিন সি-এর সবথেকে পিওর ফর্ম। কিন্তু এই পিওর ফর্মটি আসলে স্ট্যাবল না। যার ফলে অনেক সময়ই প্রোডাক্টে L-Ascorbic Acid এর অন্যান্য যে ডেরিভেটিভগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। Ascorbyl Glucoside প্রায়ই আমরা সিরামে ব্যবহার হতে দেখি, এটি কিন্তু তুলনামূলক স্ট্যাবল। যেহেতু নামেই আছে গ্লুকোসাইড, তাহলে এটি গ্লুকোজের ফর্ম কি? হ্যাঁ, আসলেই তাই। চলুন একটু বিস্তারিত জেনে নেই এই উপাদানটি সম্পর্কে।

Ascorbyl Glucoside কেন স্ট্যাবল?

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি

L-Ascorbic Acid এর স্ট্যাবল ফর্ম Ascorbyl Glucoside যা সুগার গ্লুকোজের সাথে কম্বাইন্ড অবস্থায় থাকে। এই সুগার গ্লুকোজ প্রাকৃতিক স্টার্চ সোর্স এর একটি ডেরিভেটিভ যার মধ্যে ভিটামিন সি অংশটুকু সিন্থেটিক এলিমেন্ট দিয়ে বেস্টিত থাকে। যখন Ascorbyl Glucoside কে সঠিকভাবে ফর্মুলেট করা হয় এবং সেটি ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে, তখন Ascorbyl Glucoside ভেঙে যায় এবং ভিটামিন সি এর সবথেকে পিওর ফর্ম Ascorbic Acid এ পরিণত হয়। যার ফলে এই ফর্মটি  ভিটামিন সি এর লং লাস্টিং বেনিফিট দেয়। যেহেতু Ascorbyl Glucoside একটি গ্লুকোজ ফর্ম এবং এর ভেতরে ভিটামিন সি এর অংশটুকু সিন্থেটিক অবস্থায় থাকে যা একদম ত্বকের গভীরে যেয়েই Ascorbic Acid এ কনভার্ট হয়, তাই এটি স্ট্যাবল।

তবে এটি যেহেতু সরাসরি Ascorbic acid না, তাই Ascorbyl Glucoside এ Ascorbic acid কম কনসেন্ট্রেশনে থাকে। কিন্তু ভিটামিন সি-এর বেনিফিটগুলো খুব ভালোভাবেই আপনি পাবেন। বর্তমানে স্কিনকেয়ার প্রোডাক্টগুলোতে বিশেষ করে ব্রাইটেনিং সিরামে এটি বেশ ব্যবহার হচ্ছে।

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর অন্যান্য ফর্ম

Ascorbyl Glucoside বাদেও কিন্তু ভিটামিন সি-এর আরো অনেক ফর্ম আছে। যেমন: Sodium Ascorbyl Phosphate, Magnesium Ascorbyl Phosphate, Sodium Ascorbate, Calcium Ascorbate, Ascorbyl Palmitate। এই সবগুলোই বর্তমানে ব্যবহৃত হচ্ছে স্কিনকেয়ার ইন্ড্রাস্ট্রিতে। এবার আরেকটু বিস্তারিত জেনে নেই।

ভিটামিন সি

কোন ফর্ম কোন ধরনের ত্বকে ভালো কাজ করে?

L ascorbic acid বা Ascorbic Acid

এটি তুলনামুলক বেশি ব্যবহৃত হয় স্কিনকেয়ার ইন্ড্রাস্ট্রিতে যেহেতু এটি ভিটামিন সি-এর একটি পিওর ও কনসেন্ট্রেটেড ফর্ম। কিন্তু এটি যদিও তেমন একটা স্ট্যাবল না এবং সহজেই অক্সিডাইজড হয়ে যায়। তবে সঠিক নিয়মে ব্যবহার করলে এর থেকে সর্বোচ্চ বেনিফিট পাওয়া যায়। L- Ascorbic acid এর সাথে Tocopherol (ভিটামিন-ই এর একটি ফর্ম) ও Ferulic acid কে রাখা হয় উপাদান তালিকায় যা এই অ্যাসিডের স্ট্যাবিলিটি বাড়িয়ে কার্যকারিতা বৃদ্ধি করে। টু নরমাল স্কিনে এই ফর্মটি ভালো কাজ করে।

Sodium Ascorbyl Phosphate

ভিটামিন সি-এর এই ফর্মটি স্কিনের জন্যও কার্যকরী। Sodium Ascorbyl Phosphate ইফেক্টিভ অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট, যেটি কোলাজেন প্রোডাকশন বুস্ট করে। যাদের পিওর Ascorbic acid স্যুট করে না, তারা এই ফর্মটি ট্রাই করতে পারেন। কারণ এটি স্কিনকে তেমন ইরিটেট করে না বা করলেও বেশ কম করে, তবে আগে প্যাচ টেস্ট করে নিতে হবে। এই ফর্মটি আলো-বাতাসে কম অক্সিডাইজড হয় এবং স্ট্যাবল থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.