অফবিট

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!

‘আইস ফেসিয়াল’ এই টার্মটি শুনেছেন নিশ্চয়ই! কোরিয়ান বিউটি ট্রেন্ডে এই আইস ফেসিয়াল কিন্তু বেশ হাইপড। শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে পানি। আইস কিউবও ঠিক একই কাজ করে এবং আমাদের স্কিনকে ক্লিন রাখতে হেল্প করে। স্কিনে ইনস্ট্যান্ট রিফ্রেশমেন্ট নিয়ে আসার সাথে সাথে এটি ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে। আজ জেনে নিন কোন কোন উপায়ে আপনি আইস কিউব ব্যবহার করতে পারেন।

স্কিনকেয়ারে আইস কিউব

১) ব্রণ দূর করতে

অয়েলি স্কিনে একনে খুব স্বাভাবিক বিষয়। রাতারাতি দূর করতে আইস ম্যাসাজ হতে পারে অ্যামেজিং অপশন। পেইনফুল একনে নিয়ে যারা স্ট্রাগল করছেন, আইস কিউব ট্রাই করে দেখুন।

স্কিনকেয়ার উইথ আইস

২) স্কিন এক্সফোলিয়েশনে

উইকলি স্কিনকেয়ারে খুবই ইম্পরট্যান্ট। এক্ষেত্রে আপনি যদি মিল্ক কিউব ব্যবহার করেন তাহলে সেটা প্রাকৃতিকভাবেই আপনার স্কিনকে এক্সফোলিয়েট করবে। দুধে আছে ল্যাকটিক অ্যাসিড যা ডেড স্কিন সেলস রিমুভ করবে এবং ভেতর থেকে ত্বক পরিষ্কার করে ব্রাইটনেস ফিরিয়ে আনবে।

৩) স্কিনে সুদিং ইফেক্ট দিতে

ডে টাইমে আমাদের তো রোদে বের হতেই হয়। ধুলাবালি, রোদ, পল্যুশনে স্কিনের অবস্থা কেমন হয়, সেটা নিয়ে আর কিছু না বলি! দিনশেষে স্কিনেরও দরকার প্রোপার রিল্যাক্সেশন। আইস কিউব এক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। শসার রস আর অ্যালোভেরা জেল দিয়ে আইস কিউব করে রাখুন, বাসায় এসে জাস্ট রাব করে নিবেন। স্কিনে সুদিং ও কুলিং ইফেক্ট দেওয়ার পাশাপাশি সানট্যানও দূর করবে এটি।

৪) প্রোডাক্ট অ্যাবজর্বশন বাড়াতে

স্কিনকেয়ার প্রোডাক্ট ত্বকে আরও ভালোভাবে শোষণ করতে হেল্প করে আইস। যেমন- আপনি যদি আপনার ত্বকে নাইট ক্রিম বা কোনো  অ্যাপ্লাই করে থাকেন, আর সাথে আইস রাব করেন তাহলে এটি পুলিং ইফেক্ট ক্রিয়েট করে প্রোডাক্ট অ্যাবসর্ব করতে হেল্প করবে।

৫) অয়েল প্রোডাকশন ব্যালেন্স করতে

স্কিনকেয়ারে আইস কিউবের ব্যবহার

স্কিনের এক্সেস অয়েলিনেস কেউই পছন্দ করে না! অয়েল প্রোডাকশন ও গ্রিজিনেস কন্ট্রোল করে স্কিনে ফ্রেশনেস এনে দেয় আইস ম্যাসাজ। ওপেন পোরসের ভিজিবিলিটি কমিয়ে আনে, পোরস টাইট রাখে। এক্ষেত্রে শসার রস, সামান্য লেবুর রস,  মিক্স করে আইস কিউব বানিয়ে রাখতে পারেন। এই গরমে বাইরে থেকে এসে স্কিনে রাব করলে বেশ আরামও পাবেন। তবে ভিটামিন সি স্যুট না করলে লেবুর রস স্কিপ করতে পারেন।

৬) ডার্ক সার্কেল ও পাফিনেস দূর করতে

আই পাফিনেস ও ডার্ক সার্কেল দূর করতে আইস কিউব ব্যবহার করতে পারেন। যেমন- শসার রস দিয়ে তৈরি Cucumber Cube, আলুর রস দিয়ে Potato Cube বা চায়ের লিকার দিয়ে তৈরি Tea Cube এগুলো কিন্তু দারুণ ইফেক্টিভ। ট্রাই করে দেখুন আজই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.