খেলা

সিনিয়ররা যখন ব্যর্থ, তখন বছর একুশের নীতিশই দেখালেন

দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মুহূর্ত। স্পর্ধাটুকু দেখাতেই হত। সিনিয়ররা যখন ব্যর্থ, তখন বছর একুশের নীতিশই দেখালেন। অস্ট্রেলিয়ার মাঠে তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন নীতিশ। ১৯৯২ সালে ১৮ বছর ২৫৬ দিনে বয়সে সবচেয়ে কনিষ্ঠ হিসেবে সেঞ্চুরি করেন শচীন। ২০১৯ সালে ২১ বছর ৯২ দিনে ঋষভ পন্থ তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁন। ২১ বছর ২১৬ দিনে সেঞ্চুরি করলেন নীতিশ। আট বা তার নীচে নেমে সবথেকে কম বয়সী সেঞ্চুরির তকমাটা তাঁরই। মেলবোর্নে এই কৃতিত্বে নেই কারোরই। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে কুম্বলে ২০৫ বলে ৮৭ রান করে আউট হয়েছিলেন। এতদিন সেটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয়র সেরা ইনিংস। যে রেকর্ডও ভাঙলেন নীতিশ। অস্ট্রেলিয়ায় সফরকারী দলের ব্যাটার হিসেবে এক টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা (৮) হাঁকানোর নজিরও গড়েন নীতিশ। মাইকেল ভন ও ক্রিস গেইলের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের মালিকও হলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.