পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনা নিয়ে প্রথমে কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ, আর তার পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসুর পোস্ট, বিগত কয়েকদিন ধরেই এই নিয়ে ওয়াকিবহাল মহলে চর্চা বহুল। রাজ্যেও কি ফিরতে পারে পাশ-ফেল? প্রশ্ন উঠছে এমনই। পাশাপাশি এই সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্বেরও অন্ত নেই। ব্রাত্য বসুর দাবি, কেন্দ্রীয় সরকার এখন যে নীতি গ্রহণ করছে, তা রাজ্যে আগে থেকেই চালু রয়েছে। এখন প্রশ্ন হল, রাজ্যে একই ব্যবস্থাপনার বিজ্ঞপ্তি আগে থেকে থাকলেও তা সমস্ত স্তরে এতদিনও কেন চালু হয়নি এই প্রথা?
আলোচনা শুরু হয়েছে শিক্ষা দফতরের অন্দরে।