বিরাট ভুল বোঝাবুঝি। তাতেই রানআউট যশস্বী। সেঞ্চুরি থেকে ১৮ রান দূরেই থামেন তিনি। যশস্বীর রানআউটে নেটিজেনদের কাছে সমালোচিতও হচ্ছেন বিরাট।অফ স্টাম্পের বল অনসাইডে খেলে ননস্ট্রাইকের দিকে দৌড় দেন যশস্বী। নন স্ট্রাইকার এন্ডে থাকা কোহলি বলের দিকে তাকিয়ে থাকতে থাকতেই জয়সওয়াল পিচের অর্ধেক পেরিয়ে যান। বল সোজাসুজি যাঁর কাছে গেছে, সেই প্যাট কামিন্স সুযোগ নিতে দেরি করেননি। সরাসরি থ্রোতে স্ট্রাইক এন্ডের স্টাম্প ভাঙতে পারেননি, তবে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি বল হাতে নিয়ে রানআউট করতে অসুবিধে হয়নি। জয়সওয়াল আউট হওয়ার পর কোহলি হাত দিয়ে বোঝান তিনি ডাক শুনতে পাননি। ১১ চার আর ১ ছক্কায় খেলা ১১৮ বলে ৮২ রানে থামে যশস্বীর ইনিংস। এরপর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি কোহলিও। যশস্বী জয়সওয়াল রানআউট হওয়ার ঘটনায় কোহলি ‘স্কুলবয়দের মতো ভুল’ করেছেন বলে মন্তব্য করেছেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার।