বক্সিং ডে টেস্টের প্রথম দিনই চার হাফসেঞ্চুরি উপহার। তাতেই প্রথম দিন অনেকটা সেফ জোনে থাকল টিম অস্ট্রেলিয়া। বুমরাহ তিন শিকারে নজির গড়লেও, স্বস্তি দিতে পারলেন না। কারণ, স্টিভ ওয়া সেঞ্চুরির আশা জিইয়ে রেখেছে, আর অস্ট্রেলিয়াও একটু একটু করে রানের পাহাড় গড়ছে। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৮৭ ওভারে ৬ উইকেটে ৩১১। স্টিভ স্মিথ ৬৮ রানে অপরাজিত আছেন। অন্যদিকে প্যাট কামিন্স। বুমরাহর তিন উইকেট ছাড়াও বাকি তিনটি পেয়েছেন আকাশদীপ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর। এমসিজিতে অনিল কুম্বলে, ইমরান খানদের সর্বাধিক টেস্ট শিকারের নজিরকে পিছনে ফেলে দেন বুমরাহ। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর উইকেটসংখ্যা আপাতত ২৪। এমসিজিতে মোট ১৮। এদিন ট্রাভিস হেডকে শূন্য রানেই ফিরিয়ে দেন বুমরাহ। স্মিথ ছাড়াও অভিষেক টেস্ট খেলতে নামা স্যাম কনস্টাস ৬০, খোয়াজা ৫৭, মার্নাস লাবুশেন ৭২ তিনজন হাফসেঞ্চুরি করেন।