‘নন্দীগ্রাম’ এমনই এক জায়গা যেটা বিজেপি ও তৃণমূলের কাছে সম্পূর্ণ প্রেস্টিজ ফাইট। ১৭ দিনের মাথায় আবারও তৃণমূল কর্মীর রহস্যমৃত্যুতে উত্তাল এলাকা। বৃহস্পতিবার সকালে নিজের দোকানের কাছ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়ী। বয়স ৫২ বছর। নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চকের বাসিন্দা। তৃণমূল বুথ কর্মী ছিলেন মহাদেব। দলের প্রায় সব কর্মসূচিতেই তাঁকে দেখা যেত। বৃন্দাবন চকের বাজার এলাকায় চা-খাবারের দোকান রয়েছে তাঁর। অভিযোগ, বুধবার রাতে দোকান বন্ধ করে ফেরার পথে তাঁকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। তারপরেই আবিষ্কার হয় তার মৃতদেহ।
এই মৃত্যুর পিছনে কারণ নিয়ে ধন্ধ দেখা দিয়েছে। এটা রাজনৈতিক খুব নাকি ব্যক্তিগত শত্রুতার কারণে খুন তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এ প্রসঙ্গে নন্দীগ্রাম ১ ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, “মহাদেব দলের সক্রিয় কর্মী ছিলেম। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে ওঁকে খুন করেছে।” যদিও বিজেপি তা অস্বীকার করে বলে, এটা ব্যক্তিগত শত্রুতার কারণে খুন। পুলিশ তদন্ত শুরু করেছে।