২০২৪ সালেই শেষ। কোনও ক্রিকেটারকে আর খেলতেই দেখা যাবে না। কোনও ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চ ছাড়লেন। কোনও ক্রিকেটার আবার নির্দিষ্ট কোনও ফরম্যাট। একনজরে দেখে নিন ভারতের ক্রিকেটার, যাঁরা অবসর নিলেন।
*বিরাট কোহলি (আন্তর্জাতিক টি২০তে অবসর)
২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জেতার পরই সংক্ষিপ্ত ফরম্যাটে অবসর নেন বিরাট কোহলি। ২০১০ সালে অভিষেক হয়। ১২৫ ম্যাচে ৪১৮৮ রান করেছেন। ১ সেঞ্চুরি ও ৩৮ হাফসেঞ্চুরি।
*রোহিত শর্মা (আন্তর্জাতিক টি২০তে অবসর)
২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জেতার পরই সংক্ষিপ্ত ফরম্যাটে অবসর নেন অধিনায়ক রোহিত শর্মাও। ২০০৭ সালে অভিষেক হয়। ১৫৯ ম্যাচে ৪২৩১ রান করেছেন। রয়েছে ৫ সেঞ্চুরি, ৩২ হাফসেঞ্চুরি।
রবীন্দ্র জাদেজা (আন্তর্জাতিক টি২০তে অবসর)
২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জেতার পরই সংক্ষিপ্ত ফরম্যাটে অবসর নেন রবীন্দ্র জাদেজা। ২০০৯ সালে অভিষেক হয়। ব্যাট হাতে ৭৪ ম্যাচে ৫১৫ রান ও বল হাতে ৫৪ উইকেট নেন।
*শিখর ধাওয়ান (সব ফরম্যাটে অবসর)
প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ভারতের হয়ে তাঁর শেষ খেলাটা খেলেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে। এ’বছর অবসর ঘোষণা করে দেন।
রবিচন্দ্রন অশ্বিন (আন্তর্জাতিক ফরম্যাটে অবসর)
বর্ডার-গাভাসকর সিরিজের মাঝপথেই অবসরের কথা জানান। খেলবেন ক্লাব ক্রিকেট। ২০১০ সালে অভিষেক হয়। ভারতের জন্য ১০৬ টেস্ট, ১১৬ ওডিআই এবং ৬৫ টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ৫৩৭, ১৫৬ এবং ৭২ উইকেট লাভ করে।
এছাড়াও উল্লেখযোগ্য যাঁরা অবসর নিয়েছেন-
সৌরভ তিওয়ারি (সব ফরম্যাট)
বরুণ অ্যারন (সব ফরম্যাট)
দীনেশ কার্তিক (সব ফরম্যাট)
কেদার যাদব (সব ফরম্যাট)
বারিন্দর স্রান (সব ফরম্যাট)
ঋদ্ধিমান সাহা (সব ফরম্যাট)
সিদ্ধার্থ কৌল (সব ফরম্যাট)
অঙ্কিত রাজপুত (সব ফরম্যাট)