সন্তান জন্মের সময় বেসরকারি হাসপাতালেই খরচ হয়েছে ছ’লক্ষ টাকা! বিধানসভায় সেই বিল জমা দেন কাঞ্জন! বিধায়ক-অভিনেতাকে ঘিরে নয়া বিতর্কের সূত্রপাত। এত বড় অঙ্কের বিল কী ভাবে সম্ভব? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। এই মেডিক্যাল বিল জমা দেওয়ার প্রসঙ্গে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রী তথা কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজকেও। সে প্রসঙ্গে এ বার মুখ খুললেন শ্রীময়ী। সমজমাধ্যমে তিনি লিখেছেন, ‘বিধানসভায় বিল জমা দিয়েছে কি দেয়নি সেই বিষয়ে আমি উত্তর দেওয়ার কেউ নই। তার কারণ আমি বিধানসভার সদস্য নই। আর আমার স্বল্প অভিজ্ঞতায় যেটা বলে, যা দেখেছি এতকাল ধরে, যে কোনও সরকারি কর্মচারী তা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হোক, তারা তাদের মেডিক্যাল পরিষেবাটা পায়। এটাই সরকারি কর্মচারীদের একটা বড় সুবিধা।’ পাশাপাশি চিকিৎসকের পারিশ্রমিকের প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, ‘আমার চিকিৎসকের পারিশ্রমিক নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা এক বার চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিচার করে তার পর প্রশ্ন করুন। আর আর একটা কথা জানাতে চাই, ডাক্তারবাবুর একমাত্র রোগী কাঞ্চন মল্লিক বা শ্রীময়ী চট্টরাজ নন। এক বার ডাক্তারবাবুর সেই দিকটা যাচাই করে, এবং ডাক্তারবাবু কে, ডাক্তারবাবুর রোগী কারা এবং তাঁর সম্বন্ধিত সমস্ত তথ্য যাচাই করে তার পর বিভিন্ন মন্তব্য পেশ করা উচিত বলে আমার মনে হয়।’ কাঞ্চন-পত্নীর দাবি, ‘কে কোন চিকিৎসককে বেছে নেবেন, কে কোন রেস্তরাঁয় খাবেন, কে কোন জামাকাপড় পড়বেন, কোথা থেকে কিনবেন, কার সরকারি না বেসরকারি হাসপাতালে সন্তানের ডেলিভারি হবে, এটা একান্ত তাদের ব্যক্তিগত মতামত। এই নিয়ে দয়া করে অনধিকার চর্চা আপনারা করবেন না… অনেক কিছু নিয়ে কথা বলার, সমালোচনা করার বা চর্চা করার বিষয় রয়েছে। কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের ক’টা বাচ্চা হল বা কোথায় হল বা কত টাকা খরচা হল, এই ধরনের চর্চা করে নিজেদের শিক্ষার পরিচয়টা আর বাড়াবেন না।’ সবশেষে শ্রীময়ী লেখেন, ‘আমাদের অযথা অতি-মূল্যবান বানিয়ে দেবেন না। এই পৃথিবীর অনেকেই মা হয়েছেন তাদের নিজেদের মতো করে, নিজেদের ইচ্ছা অনুযায়ী এবং একান্ত ব্যক্তিগত ভাবে, নিজেদের পছন্দ মতো চিকিৎসক ও হাসপাতালে। তাই আমি কোনও বিরল মা নই। ধন্যবাদ।’ সেই সঙ্গে বড়দিনের শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি।
Read Next
বিনোদন
February 17, 2025
সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’।
বিনোদন
February 17, 2025
এই মুহুর্তে বিতর্কের অন্যতম নামই যেন উদিত নারায়ণ
বিনোদন
February 16, 2025
দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ
বিনোদন
February 16, 2025
আসছে ‘আশিকি’ ছবির তৃতীয় অধ্যায়
February 17, 2025
সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’।
February 17, 2025
এই মুহুর্তে বিতর্কের অন্যতম নামই যেন উদিত নারায়ণ
February 16, 2025
টলিউডে যেন প্রেমের মরশুম! তার মাঝেই প্রেমের ইস্তেহার তথাগত মুখোপাধ্যায়ের
February 16, 2025
দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ
February 16, 2025
ভালবাসা দিবস না ‘ছাবা দিবস’, কার জোর বেশি ছিল গত শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি?
February 16, 2025
আসছে ‘আশিকি’ ছবির তৃতীয় অধ্যায়
Related Articles
Check Also
Close