অটল বিহারী বাজপায়ীর জন্মদিন ও সুশাসন দিবসে নন্দীগ্রামে আশদতলার অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
অটল বিহারী বাজপায়ীর জন্মদিন ও সুশাসন দিবসে নন্দীগ্রামে আশদতলাতে এক অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী।
১. শুভেন্দুকে হামলার হুমকি। কেন্দ্রীয় গোয়েন্দাবাহিনীর সূত্রে খবর।৩জন বাংলাদেশী দুষ্কৃতিকে হামলার দায়িত্ব।২৪-২৬ ডিসেম্বরের মধ্যে হামলার ছক। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে সতর্কবার্তা।
2
রাজ্যে পরপর জঙ্গি ধরা পড়ছে। জঙ্গি দের সেফ জোন কি বাংলা?
৩. পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১। দত্তপুকুরের বাড়ি থেকে ভোররাতে পাকড়াও। উদ্ধার একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড।