একটু খেয়াল করে দেখুন, এই সিচুয়েশন আরো অনেকেই ফেইস করছে। আসলে বিভিন্ন কারণে হাইপড প্রোডাক্টস, যার অনেক অনেক পজেটিভ রিভিউ আছে, সেগুলো আমাদের স্কিনে প্রোপারলি কাজ করে না। আজকের ফিচারে সেই কারণগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো।
আমাকে স্যুট না করলেই কি সেই প্রোডাক্টটি নকল?
হেলদি রাখতে আমরা বিভিন্ন প্রোডাক্ট স্কিনকেয়ার রুটিনে অ্যাড করি। অনেক ক্ষেত্রে দেখা যায়, নামকরা ব্র্যান্ডের প্রোডাক্ট আর অসংখ্য কাস্টমারের পজেটিভ রিভিউ থাকা সত্ত্বেও সেটি আমাদের স্কিনে একেবারেই কাজ করে না। অনেকে ক্লেইম করেন যে তার প্রোডাক্টটি নকল, এই কারণে স্কিনে স্যুট করছে না! এই ধারণাটি সঠিক নয়! কারণ কোনো প্রোডাক্ট আপনার স্কিনে কতটুকু ইফেক্টিভলি কাজ করবে তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। দেখা যায়, আমাদের বিভিন্ন হ্যাবিট, লাইফস্টাইল কিংবা হরমোনাল কারণে হাইপড প্রোডাক্টও সেভাবে বেনিফিট দেয় না আর স্কিনে প্রোপারলি স্যুট করে না!
চলুন এই কারণগুলো সম্পর্কে আরেকটু ডিটেইলে জেনে নেওয়া যাক-
হাইপড স্কিনকেয়ার প্রোডাক্ট কাজ না করার কারণ
১) নিয়মিত ব্যবহার না করা
স্কিনকেয়ারের ক্ষেত্রে বিশেষজ্ঞরা একটি কথা সবসময় বলে থাকেন, সেটি হলো “Consistency is the Key“, অর্থাৎ যদি আপনি কোনো স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করে প্রোপার বেনিফিট পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই তা নিয়মিত ধৈর্যসহকারে ইউজ করতে হবে। আমরা অনেকেই পড়াশোনা বা কাজের ব্যস্ততা থাকার ফলে প্রোডাক্ট রেগুলারলি ইউজ করতে ভুলে যাই। এতে গ্যাপ ক্রিয়েট হয়, যার ফলে দেখা যায় সেই প্রোডাক্টটি ইউজ করে সেভাবে কোনো উপকারই হচ্ছে না। কাজের ব্যস্ততা শেষে যতই টায়ার্ড ফিল করুন না কেন, বেসিক স্কিনকেয়ার প্রোডাক্ট নিয়মিত ইউজ করুন। এতে আপনি নিজেই স্কিন কন্ডিশনে পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন।
২) স্কিন টাইপ না বুঝে প্রোডাক্ট পারচেজ করা
সব প্রোডাক্ট সবার স্কিনের জন্য স্যুইটেবল হবে না। তাই স্কিন টাইপ বুঝে প্রোডাক্ট পারচেজ করা খুবই ইম্পরট্যান্ট। আমরা কোনো স্কিনকেয়ার প্রোডাক্টের বেনিফিট জানলেই সেটা কিনতে ব্যস্ত হয়ে যাই, অথচ সেই প্রোডাক্টটি আদৌ আমাদের স্কিন টাইপের জন্য স্যুইটেবল কিনা, তা আর জানার চেষ্টা করি না! ফলে দেখা যায় স্কিনের কোনো ইমপ্রুভমেন্ট তো হয়ই না, বরং আরো ক্ষতি হওয়ার পসিবিলিটি থাকে।
যেমন ধরুন, যদি আপনার স্কিন টাইপ ড্রাই হয়, তাহলে অয়েলি স্কিনের জন্য ফর্মুলেটেড ফেইসওয়াশ ইউজ করলে স্কিন আরো বেশি ড্রাই মনে হবে। তাই প্রোডাক্ট কেনার আগে সেটি কোন স্কিন টাইপের জন্য তৈরি করা হয়েছে তা ভালোভাবে জেনে নিন, তাহলেই বেস্ট রেজাল্ট পাওয়া সম্ভব!