সঠিক ক্লেনজার সিলেকশন
ক্লেনজার একটি বেসিক স্কিনকেয়ার প্রোডাক্ট, যেটি রেগুলার বেসিসে ব্যবহার করা হয়। ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার সিলেক্ট করা কেন জরুরি, স্কিনের নরমাল পি এইচ লেভেল কত, সোপ বেইজড প্রোডাক্টের সাথে সোপ ফ্রি ফর্মুলার প্রোডাক্টের পার্থক্য কী- এগুলো আমাদের জেনে নিতে হবে আগেই। ত্বকের ধরন অনুযায়ী সঠিক প্রোডাক্টটি চুজ না করতে পারলে স্কিন প্রবলেম তো দেখা দিবেই।
সোপ কী?
তেল/চর্বি হচ্ছে ট্রাইগ্লিসারলের এস্টার, একে সাধারণত ট্রাইগ্লিসারাইড বলা হয়। এই ট্রাইগ্লিসারাইড সোডিয়াম বা পটাসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে গ্লিসারল ও এক প্রকার ফ্যাটি অ্যাসিড তৈরি হয় । এই ফ্যাটি অ্যাসিড লবণকেই আমরা সাবান হিসেবে জানি। স্ট্রং অ্যালকালি সল্যুশন দিয়ে তৈরি ক্লেনজিং এজেন্ট হচ্ছে সোপ, যাতে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ন্যাচারাল ফ্যাটের মিক্সচার থাকে। সাবান তৈরির প্রক্রিয়াকে ‘স্যাপোনিফিকেশন’ (Saponification) বলে।
সোপ বেইজড ক্লেনজার vs সোপ ফ্রি ক্লেনজার
নরমালি সোপ ফ্রি ক্লেনজারে জেন্টল সারফেকট্যান্ট, ইমোলিয়েন্ট, প্ল্যান্ট এক্সট্র্যাক্ট এগুলো ব্যবহৃত হয়। সোপ বেইজড প্রোডাক্টে সারফেকট্যান্ট হিসেবে সোপ ব্যবহার করা হয়। এই দু’টি প্রোডাক্টের মধ্যে মেইন ডিফারেন্স হলো এর পি এইচ লেভেল। সোপ বেইজড ক্লেনজারের পি এইচ যেখানে ৯-১০ এর মতো, সেখানে সোপ ফ্রি ক্লেনজারের পি এইচ ৫.৫ এর কাছাকাছি।
সোপ জাতীয় প্রোডাক্ট ও স্কিনের পি এইচ লেভেল
হিউম্যান স্কিনের পি এইচ ৪.৫ থেকে ৫.৫। পি এইচ লেভেলের রেঞ্জ ০-১৪ পর্যন্ত। ৭ হচ্ছে নিউট্রাল, ৭ এর কম হলে অ্যাসিডিক আর ৭ এর বেশি হলে ক্ষারীয়। আপনি যখন সোপ জাতীয় প্রোডাক্ট ফেইসে ব্যবহার করছেন, সেটা খুব স্বাভাবিকভাবেই স্কিনের পি এইচ বাড়িয়ে দিচ্ছে।
এতে কী ধরনের ক্ষতি হয়?
পি এইচ লেভেল যখন ৭ এর উপরে চলে যাচ্ছে, তখন আমাদের ত্বকের ন্যাচারাল সেবাম বা অয়েল প্রোডাকশন হ্যাম্পার হয়। স্কিন যথেষ্ট পরিমাণে সেবাম উৎপাদন না করলে তখন ড্রাইনেস, ইরিটেশন, রাফনেস এই সমস্যাগুলো দেখা দেয় খুব স্বাভাবিকভাবেই। এ কারণেই ক্লেনজিং এর পর পরই অ্যাপ্লাই করতে বলা হয়, যাতে স্কিনের এই পি এইচ লেভেল রিস্টোর করা যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেনসিটিভ স্কিন পি এইচ লেভেলের এক্সট্রিম চেঞ্জ টলারেট করতে পারে না। তাই এক্ষেত্রে রিঅ্যাকশন হতে পারে, যেমন ইচিনেস।
সোপ বেইজড ক্লেনজার এড়িয়ে চলবো তাহলে?
এটি পুরোপুরি ডিপেন্ড করছে আপনার উপর। যেমন- অয়েলি ও কম্বিনেশন স্কিনে সোপ বেইজড ক্লেনজার ব্যবহারে তেমন সমস্যা হয় না। কারণ এই ধরনের ত্বকে ন্যাচারালি অয়েল প্রোডাকশন বেশি হয় যা সোপ বেইজড ক্লেনজার প্রোপারলি রিমুভ করতে পারে। এরপর টোনার অ্যাপ্লাই করলে পি এইচ লেভেল রিস্টোর হয় এবং স্কিন হেলদি থাকে, তেমন কোনো ইস্যু হয় না।