স্কিন সাইক্লিং বলতে কী বোঝায়?
Skin cycling হচ্ছে একটি স্কিন কেয়ার রুটিন যেখানে হাইয়ার কনসেনট্রেশন এর বেশ পাওয়ারফুল অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টসকে ত্বকের সাথে সহজে মানানসই করিয়ে নেয়া হয়। এই স্কিন কেয়ার রুটিনের মূল উদ্দেশ্য হচ্ছে ত্বককে কম ড্যামেজ ও ইরিটেট করে তার সাথে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট গুলোকে ধীরে ধীরে ত্বকের সাথে মানানসই করে ভালো ফলাফল পাওয়া। এর ফলে স্কিন সেলগুলো নতুনভাবে রিনিউ ও রিজেনারেট হয়, স্কিন ব্যারিয়ার শক্তিশালী হয়। অনেকসময় আমরা কম পার্সেন্টেজ ব্যবহারের পর বেশি পার্সেন্টেজ এর ইনগ্রেডিয়েন্টস স্কিন কেয়ারে যুক্ত করতে চাই বা বেশ পাওয়ারফুল অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস যুক্ত করতে চাই, তখন স্কিন সাইক্লিং বেশ ভালো একটি উপায়।
এই রুটিন যেভাবে কাজ করে
এটি একটি ‘ফোর নাইট’ রুটিন অর্থাৎ এই রুটিনটি প্রতি চার রাতের জন্য এবং চতুর্থ রাত শেষে পরেরদিন থেকে পুনরায় আগের চার রাতের রুটিন কন্টিনিউ করতে হবে। এভাবেই সাইকেলটি চলতে থাকবে। ‘ফোর নাইট’ এর মধ্যে রয়েছে এক্সফোলিয়েশন নাইট, অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস বেইজড প্রোডাক্ট অ্যাপ্লাই নাইট, রিকোভারি এন্ড রিপেয়ার নাইট।
স্কিন সাইক্লিং শুরু করতে যা যা দরকার
এবার আসুন জেনে নেই এই স্কিন সাইক্লিং শুরু করতে আপনার কি কি দরকার হবে
১. AHA, BHA, গ্লাইকোলিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত একটি এক্সফোলিয়েটর।
২. অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস যেমন রেটিনল, বেশি পার্সেন্টেজ যুক্ত ভিটামিন সি ইত্যাদি যেকোনো একটি প্রোডাক্ট অথবা সিরাম।
৩. একটি ভালো সেরামাইড যুক্ত ময়েশ্চারাইজার।
যেভাবে শুরু করবেন এই রুটিন
ফার্স্ট নাইট: এক্সফোলিয়েটিং
এক্সফোলিয়েশন হচ্ছে স্কিন সাইক্লিং এর প্রথম ধাপ। স্কিন সাইক্লিং রুটিনের প্রথম ধাপে ত্বক ভালোভাবে ক্লেনজার দিয়ে পরিষ্কার করে ভালোমানের এক্সফোলিয়েটর ব্যবহার করুন। এক্সফোলিয়েটর ব্যবহার শেষে ত্বকে লাগিয়ে নিন ময়েশ্চারাইজার। স্কিন এক্সফোলিয়েশন ত্বকের ডেড সেলস, সেবাম রিমুভ করবে এবং ত্বককে পরবর্তী রাতের রুটিনের জন্য তৈরি করবে। ডেড সেলস, সেবাম মুক্ত ত্বক অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস ব্যবহারের জন্য উপযোগী।
সেকেন্ড নাইট: অ্যাপ্লাই অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস
এক্সফোলিয়েশনের পরের রাতে ত্বক আপনার নির্ধারিত অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহারের জন্য তৈরি। ত্বক ক্লেনজার দিয়ে পরিষ্কার করে ব্যবহার করুন আপনার বাছাইকৃত সেই অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট অথবা বেশি পার্সেন্টেজ এর প্রোডাক্টটি। ব্যবহার শেষে ত্বকে লাগিয়ে নিন ময়েশ্চারাইজার। এই রাতের রুটিন আপনার ত্বককে নতুন ইনগ্রেডিয়েন্ট বা বেশি পার্সেন্টেজযুক্ত ইনগ্রেডিয়েন্ট এর সাথে পরিচয় করিয়ে দিবে এবং ধীরে ধীরে মানানসই করে নিতে সাহায্য করবে।