স্নেইল মিউসিন আসলে কী?অনেক সময় স্কিনকেয়ার প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট লিস্টে “snail secretion filtrate” (SSF) এই উপাদানটি দেখা যায়। এই মিউসিন ন্যাচারালি প্রোডিউস হয় যা snail secretion filtrate অথবা snail slime নামেও পরিচিত। স্নেইল মিউসিন হচ্ছে মূলত শামুক থেকে নির্গত একধরনের আঠালো জেল বা জেল জাতীয় এক্সট্র্যাক্ট। স্পেসিফিক কিছু শামুকের প্রজাতি থেকে এটি কালেক্ট করা হয়। এই মিউসিনে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিক অ্যাসিড, পেপটাইড, মিনারেলস ইত্যাদি থাকে। স্কিনকেয়ার ট্রেন্ডে স্নেইল মিউসিনকী কী ফর্মে পাওয়া যায়?সিরাম, টোনার, এসেন্স, অ্যাম্পুল, ময়েশ্চারাইজার, ক্লেনজার, শীট মাস্ক, সুদিং জেল – বিভিন্ন স্কিনকেয়ার রেঞ্জে এখন স্লেইল মিউসিন ব্যবহৃত হচ্ছে। পারসোনাল প্রেফারেন্স অনুযায়ী যেকোনো একটি ইউজ করতে পারেন। স্নেইল মিউসিন ন্যাচারালি একটু থিক অ্যান্ড স্টিকি হয়, কিন্তু স্কিনকেয়ার প্রোডাক্টসে এমনভাবে ফর্মুলেট করা হয় যেন স্কিনে এটি প্রোপারলি অ্যাবজর্ব হতে পারে। স্কিনকেয়ার ব্র্যান্ড ও প্রোডাক্ট অনুযায়ী স্পেসিফিক ফর্মুলেশন ভ্যারি করে।স্কিনকেয়ার ট্রেন্ডে স্নেইল মিউসিনচলুন এবার জেনে নেই এর স্কিনকেয়ার বেনিফিটস সম্পর্কে আর কেন এই উপাদানটি এতোটা হাইপড সেটাও জানা হয়ে যাবে!১. ত্বকের হাইড্রেশন ধরে রাখেস্নেইল স্লাইম একটি অ্যামেজিং হাইড্রেটিং ইনগ্রেডিয়েন্ট। এটি ময়েশ্চার রিটেইনে হেল্প করে, হাইড্রেশন প্রোভাইড করে। ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য এটি বেশ ভালো করে।ত্বকের হাইড্রেশন২. ড্যামেজড স্কিন ব্যারিয়ার রিপেয়ার করেএটি ড্যামেজ স্কিন ব্যারিয়ারকে ন্যাচারালি রিপেয়ার করে, কারণ এতে আছে হিলিং প্রোপার্টিজ। এতে থাকা পেপটাইডস যেকোনো ধরনের ক্ষত সারাতে বেশ ইফেক্টিভ। এটি স্কারসের অ্যাপেয়ারেন্সও কমিয়ে আনে।৩. এজিং সাইনস প্রিভেন্ট করেবয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের কোলাজেন লেভেল কমতে থাকে, তখনই এজিং সাইনস বেশি ভিজিবল হয়। আর এই প্রসেসকে যেন আরো দ্রুত করে আশেপাশের পল্যুশন, আনহেলদি লাইফস্টাইল। স্নেইল মিউসিনে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা কোলাজেন প্রোডাকশন স্টিমুলেট করে। যেহেতু স্নেইল মিউসিন কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দেয়, তাই স্কিন দেখায় ইয়াংগার লুকিং। রিংকেলস, ফাইন লাইনস এর ভিজিবিলিটি কমে আসে অনেকটাই।৪. স্কিনকে ইভেনটোনড করেপিগমেন্টেশন, আনইভেন স্কিনটোন এর সল্যুশনে স্লেইল মিউসিন বেশ ইফেক্টিভ। এতে আছে স্কিন রিজেনারেটিভ প্রোপার্টিজ।
Read Next
অফবিট
January 22, 2025
CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!
অফবিট
January 22, 2025
প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই হবে ত্বকের রূপচর্চা!
অফবিট
January 22, 2025
এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!
অফবিট
January 22, 2025
ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?
অফবিট
January 18, 2025
টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
অফবিট
January 18, 2025
অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?
January 22, 2025
CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!
January 22, 2025
প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই হবে ত্বকের রূপচর্চা!
January 22, 2025
এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!
January 22, 2025
ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড রাখতে বডি লোশন খুঁজছেন?
January 18, 2025
টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
January 18, 2025
অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?
Related Articles
Check Also
Close
-
থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?January 11, 2025