এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক বেশ খারাপ। সেই পরিস্থিতিতে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ এশিয়া কাপে ভারতের এই জয় আনন্দের আলাদা মাত্রা এনে দিয়েছে।
কুয়ালা লামপুরের ফাইনালে টস-ভাগ্য সঙ্গ দেয় বাংলাদেশকে। টস জিতে বাংলাদেশের ক্যাপ্টেন সুমাইা আক্তার শুরুতে ব্যাট করতে পাঠান ভারতকে। ভারতীয় দল নিয়মিত অন্তরে উইকেট খোয়ানোয় রান তোলার গতি বাড়াতে পারেনি। তবে ওপেনার গঙ্গাদি তৃষার হাফ-সেঞ্চুরির সুবাদে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৭ রান সংগ্রহ করে। তৃষা ৪৭ বলে ৫২ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। এর পরে নিয়মিত উইকের পড়লেও স্কোর বোর্ড চালু থাকে। ২১ বলে ১২ রানের ধীর ইনিংস খেলেন ক্যাপ্টেন নিকি প্রসাদ। তিনি ১টি ছক্কা মারেন। ১২ বলে ৫ রান করেন ঈশ্বরী। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৭ রান করেন মিথিলা বিনোদ।
বাংলাদেশের হয়ে ফরজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন। ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট নেন নিশাতা আক্তার নিশি। হাবিবা ইসলাম ৪ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৮.৩ ওভারে ৭৬ রানে অল-আউট হয়ে যায়। ৪১ রানে ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব জেতে ভারত।