পাকিস্তানে যাবে না ভারত। আর ভারতেও আসবে না পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির জট ছাড়াতে এই সিদ্ধান্তেই সিলমোহর দিল আইসিসি। অর্থাৎ হাইব্রিড মডেলই চূড়ান্ত। জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটের দাবি, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আয়োজন করলেও, ভারত খেলবে নিরপেক্ষ দেশেই। আর ২০২৭ পর্যন্ত ভারতে টুর্নামেন্ট হলে পাকিস্তানের সঙ্গে ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। এখনও সূচি ঘোষণা হয়নি। নিরপেক্ষ ভেন্যু কোথায় হবে তাও জানায়নি আইসিসি। সূত্রের খবর, প্রথমে পিসিবির দাবি ছিল, ভবিষ্যতে ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেটা কার্যকর করতে হবে ২০৩১ পর্যন্ত। সেই দাবি কাটছাঁট করে ২০২৭ পর্যন্ত মেনে নেওয়া হয়েছে। ফলে, ঘরের মাঠে হাইভোল্টেজ এই ম্যাচ দেখা থেকে ২০২৭ পর্যন্ত বঞ্চিত হবেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, মহিলাদের বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি২০ বিশ্বকাপ- এই তিন টুর্নামেন্টে কার্যকর হবে হাইব্রিড মডেল।