বিনোদন

দেব-যীশু অভিনীত সিনেমা, তাও ‘হল’ পাচ্ছে না খোদ বাংলায়!

দেব-যীশু অভিনীত সিনেমা, তাও ‘হল’ পাচ্ছে না খোদ বাংলায়! ‘খাদান’ ছবিমুক্তির আগে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা দেব। নাম না করেই বিঁধেছেন অন্য ভাষার এক সিনেমাকে। সিনেভক্তদের বুঝতে বাকি নেই, পুষ্পা-টু’এর জেরেই ‘খাদান’ মুক্তির আগে যেন পৌঁছে গেছে খাদের কিনারায়। সমাজ মাধ্যমে সরাসরি দেব তাঁর ভক্তদের জন্য লিখেছেন, ‘এখনও ‘খাদান’-এর অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছি। এর জন্য দায়ী ভিন্ন ভাষার ছবি। দয়া করে বিশ্বাস করুন, আমি খাদান-এর শো পাওয়ার জন্য লড়াই করছি। ধৈর্য ধরুন। আমি চেষ্টা করে যাচ্ছি। কথা দিচ্ছি চেষ্টা থামাব না।’ ‘খাদান’-এ দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। ছবির পরিচালক সুজিত রিনো দত্ত। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটা। প্রসঙ্গত, এই ছবির প্রচারে কোনও ত্রুটি রাখেননি টিম খাদান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.