বিনোদন

রুক্মিণীকে নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং দেব

দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে ইতিমধ্যে টলিপাড়ায় প্রচুর জল্পনা হয়েছে। এখনো হয়ে চলেছে। একাধিক কারণে বলা হচ্ছে – ওদের ব্রেকাপ হয়ে গেছে। আর বিনোদন জগতে সম্পর্ক তৈরী হওয়া থেকেও সম্পর্ক ভাঙার খবর দ্রুত ছাড়ায়। ২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত খাদান। সেই বহুচর্চিত ছবি মুক্তির আগে টলিপাড়ায় আমচকাই শুরু ফিসফিসানি। দূরত্ব তৈরি হয়েছে দেব-রুক্মিণীর। নেপথ্যের কারণ? ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছেন রুক্মিণী। যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্যও মনে হয়নি সুখী নেই তাঁরা। দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে উত্তরীয় বদলটাও কিফের উদ্বোধনী মঞ্চে সেরে ফেলেন দুজনে। টলিপাড়ায় এমন কথাও চাউর হয়েছে, খাদানের প্রচারের জন্যই নাকি রুক্মিণীর সঙ্গে ব্রেকআপের ‘নাটক’ করছেন দেব। এইসব বিতর্কে জল ঢেলে কড়া জবাব দিলেন নায়ক।

এবার সেই ফিসফিসনির জবাব দিলেন দেব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কী উত্তর দেব। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে’।নিন্দুকদের একহাত নিয়ে দেব বলেন, ‘কে কী বলল, কে কী লিখল, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি। যেটা খুব দরকার। আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি। ’ দেব জানান, খাদান শুরু আগে মহামুশকিলে পড়েছিলেন তিনি। শ্যুটিং শুরুর আগে সরে দাঁড়ান এক ফিনান্সার। সেইসময়ই দেবকে আগলে ছিলেন রুক্মিণী। তাই রুক্মিনী দেবের ‘শক্তি’। রুক্মিণী বলেন, দেবকে খাদান করতে উৎসাহিত করেন প্রেমিকা। এখন দেখার, ওদের সম্পর্ক নিয়ে ভবিষ্যত কোন দিকে যায়!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.