লিভারের গন্ডগোল থেকেই এটি বেশি ভাগ ক্ষেত্রে হয়ে থাকে, তবে প্রখর রৌদ্র বা নারীদের ক্ষেত্রে পিরিয়ডের গোলমালও এর অন্যতম কারন হতে পারে।
টক বা অ্যাসিড এবং রেড – ফুড জাতীয় খাবার বেশি না খাওয়া, এবং সরাসরি চড়া রৌদ্র না লাগানো উচিত।
▪️যাদের মুখে কালো কালো ছোপ পড়ে, তারা মুসুরীর ডাল দুধ বেটে মুখে লাগান।
▪️মুখে কালো ছোপ ছোপ থাকলে সোমরাজ, কলমীশাকের রস, সম্ভীর বৃক্ষের ছাল, আধা চামচ করে নিয়ে পানিতে ফুটিয়ে মুখে মাখা ও শুকিয়ে গেলে পরিস্কার পানিতে মুখ পরিস্কার ধোয়া।
▪️অশোক চূর্ন আধা চামচ, মটর ডালের বেসনের সাথে মুখে লাগিয়ে শুকিয়ে গেলে পরিস্কার পানিতে মুখ ধোঁয়া।
▪️আকন্দের আঠার সাথে কাঁচা হলুদ বাটা পেস্ট করে মুখে লাগানে।