প্রোটিন হেয়ার মাস্ক
এই হেয়ার মাস্কটি চুলের গুরা শক্ত করবে।চুল পরা কমাবে। চুল সিল্কি করবে।
উপকরণঃ-
(১) মেথি
(২) পেঁয়াজ
(৩) আমলকী
(৪) এলোভেরা
(৫) নারিকেল তেল
প্রস্তুতপ্রণালীঃ-
হেয়ার মাস্ক লাগানোর আগের দিন ২-৩ চামুচ মেথি ধুয়ে পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে।পরের দিন সেই মেথি,২-৩ টা পেঁয়াজ, এলোভেরা,৪-৫ টি আমলকী নিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে নিতে হবে এর মধ্যে ১-২ চামুচ নারিকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই প্রোটিন হেয়ার মাস্ক তৈরি।
ব্যাবহারবিধিঃ-
হেয়ার মাস্কটি ভালো করে চুলের গুরায় সহ পুরো চুলে লাগাতে হবে। ৪০-৬০ মিনিট রেখে ভলোভাবে শ্যাম্পু করে নিতে হবে।
ভালো ফলাফলের জন্য মাসে ২-৩ বার ব্যাবহার করুন।