শীতের শুষ্কতায় ঠোঁট ফাটা অতি সাধারণ একটি ব্যাপার। আমাদের ত্বকে বিদ্যমান গ্রন্থি থেকে একধরনের তৈলাক্ত মোমের মতো রস ক্ষরিত হয়। একে বলে সিবাম। এটি ঘামের সঙ্গে মিশে ত্বকে ছড়িয়ে যায় এবং ত্বক মসৃণ ও আর্দ্র রাখে। ফলে ত্বক ফাটে না। কিন্তু শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় ঘাম কম হয়। এ কারণে সিবেসিয়াস গ্রন্থি থেকে বেরিয়ে আসা তেলতেলে পদার্থ শরীরের চামড়ায় ঠিকমতো ছড়িয়ে পড়তে পারে না। শরীরের শুকনো জায়গাগুলো তখন কুঁচকে গিয়ে ফেটে যায়।
ঠোঁট ফাটা সমস্যা এড়াতে আমাদেরকে প্রতিনিয়ত ঠোঁটে যত্ন করতে হবে। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। শুষ্কতে এড়াতে লিপবাম কিংবা তেল ব্যবহার করা যেতে পারে। ঠোঁট এবং ত্বকের যত্ন করুন, সুস্থতা নিশ্চিত করুন।