নারীদের মধ্যে চুল নিয়ে সমস্যার শেষ নেই” আগা ফাটা, জট পড়া, পেকে যাওয়া, গোছা গোছা চুল ওঠা, কিছু ঘরোয়া টোটকা জানা থাকলে সমস্যার মোকাবিলা সহজেই করতে পারবেন।
▪️নারীদের চুলের পুষ্টিতে টোটকাঃ-
নিয়মিত কারিপাতা নারিকেল তৈলে আধাঘন্টা ফুটিয়ে মাথায় মাখুন, ঘন্টাখানেক রাখার পর ধুয়ে ফেলুন।
চুলের স্বাস্থ্য অটুট থাকবে।
▪চুল পাকা বন্ধ করতে টোটকাঃ-
শিলারি পাতা একমুঠো নিয়ে পানিতে ফুটিয়ে ঠান্ডা করুন একটা গোটা লেবুর রস ঐ পানিতে মিশিয়ে মাথায় লাগান, আকালে চুল পেকে যাওয়া বন্ধ হবেই।
▪️নারীদের চুলের খুসকি সমস্যায় টোটকাঃ-
গোসলের আগে টক দই মাথায় মেখে মিনিট দশেক ম্যাসাজ করুন, তারপরে আধাঘন্টা রেখে ধুয়ে ফেলুন।
এবার ভিজে চুলে ভিজিয়ে রাখা মৌরি বেটে ডলে ডলে লাগান।
খুসকি একদম চলে যাবে।
▪️নারীদের দ্রুত চুলের বৃদ্ধিতে টোটকাঃ-
শুকনো আমলা আধা-কুটা করে অল্প পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে রাখুন, পরের দিনে নারিকেল তৈলে ধিরে আচে ফুটিয়ে পানি তেলে মিশে গেলে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে বোতলে ভরে রাখুন, শোওয়ার আগে ঘসে ঘসে (আমলা তৈল) মাথায় লাগান।দ্রুত চুল বৃদ্ধি পাবে।