যে কোনও পরিস্থিতি থেকেই ম্যাচ বের করে আনার ক্ষমতা রাখে এই মোহনবাগান! কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ই যেন সেই প্রমাণ করে দিল। পিছিয়ে পড়েও হাসিমুখে জয় নিয়ে মাঠ ছাড়ল মোলিনা ব্রিগেড। ঘরের মাঠে কেরালাকে ৩-২ গোলে হারাল মোহনবাগান। ইনজুরি টাইমে গোল করে মোহনবাগানকে জয়ের মুখ দেখান রডরিগেজ। ম্যাচের শুরুতে অবশ্য কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার মুখে হাসি ফুটিয়ে বিরতিতে যায় সবুজ মেরুন ব্রিগেডই। ৩৩ মিনিটে গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন বিশ্বকাপার ম্যাকলারেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই জিমেনেজের গোলে সমতা ফেরায় কেরালা ব্লাস্টার্স। ম্যাচের ৭৭ মিনিটে ড্রিনিচের গোলে কেরালা এগিয়ে গেলে শীতের যুবভারতী চুপ হয়ে যায়। ম্যাচের ৮৬ মিনিটে সমতা ফেরায় মোহনবাগান। স্বস্তি ফেরে বাগান সমর্থকদের। গোল করেন জেসন কামিন্স। ম্যাচ ড্র’ই হতে চলেছে, এমন যখন পরিস্থিতি তখন ইনজুরি টাইমে গোল করে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান রডরিগেজ। এরপর আর গোল শোধ করার সুযোগ দেয়নি মোহনবাগান। এদিন অন্য ম্যাচে বেঙ্গালুরু আবার ঘরের মাঠে ২-২ ড্র করেছে এফসি গোয়ার বিরুদ্ধে। তাতে ২ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান মজবুত করল মোহনবাগান। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট মোহনবাগানের। অন্যদিকে সুনীলদের ১২ ম্যাচে ২৪ পয়েন্ট।
Read Next
খেলা
January 17, 2025
কষ্টে বসেই পড়েছিলেন নোভাক জকোভিচ
খেলা
January 17, 2025
এগিয়ে থেকেও জয় হাতছাড়া হল মোহনবাগানের
খেলা
January 17, 2025
রিঙ্কু সিং লুকোতে চাইলেও তা হল না
খেলা
January 17, 2025
ডার্বির পর পচা শামুকে বারবার পা কাটতে দেখা যায় জয়ী দলকে
January 17, 2025
কষ্টে বসেই পড়েছিলেন নোভাক জকোভিচ
January 17, 2025
এগিয়ে থেকেও জয় হাতছাড়া হল মোহনবাগানের
January 17, 2025
জলকন্যা সায়নী দাসের হাতেই জাতীয় পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
January 17, 2025
রিঙ্কু সিং লুকোতে চাইলেও তা হল না
January 17, 2025
ডার্বির পর পচা শামুকে বারবার পা কাটতে দেখা যায় জয়ী দলকে
January 16, 2025
পুরোটাই মিথ্যে খবর! জসপ্রীত বুমরাহর সমাজ মাধ্যমের পোষ্টে তা স্পষ্ট!
Related Articles
Check Also
Close
-
বাংলাকে রবি আলোয় ফিরিয়েছেনJanuary 2, 2025