আমাদের সকলের নিশ্চই মনে আছে সেই শিশু শিল্পীকে – যে সকলের মন জয় করেছিল করিশ্মা কা করিশ্মা ছবিতে। সে তখন ছিল শিশু শিল্পী। আর এখন তিনি পরিণত ও যুবতী। অভিনেত্রী ঝনক শুক্লা ১২ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নীল সূর্যবংশীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। বিয়ের অফিসিয়াল ফটোগ্রাফার দম্পতির এই বিশেষ দিনের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ভগবতী স্টুডিও ঝনক শুক্লা ও স্বপ্নিল সূর্যবংশীর বিয়ের ভিডিয়ো শেয়ার করে নেয় সোশ্যাল মিডিয়াতে। ভিডিয়োতে দম্পতির বিয়ের মজাদার এবং আবেগময় মুহূর্তগুলির একাধিক ঝলক রয়েছে। ঝনককে বরমালা পরিয়ে স্বপ্নিলের গালে চুমু খেতেও দেখা যায়। নব দম্পতির উপর ফুল ছড়িয়ে দেন তাঁদের পরিবারের সদস্যরা। সকলেই খুশি এই যুগলকে দেখে। এখানে অন্তত প্রেমের মধ্যে ফাটল ধরেনি। বিয়ের জন্য লাল বেনারসি বেছে নিয়েছিলেন ঝনক শুক্লা, যাতে সোনালি জরির কাজ। সঙ্গে লাল রঙেরই ওড়না। অফ হোয়াইট শেরওয়ানিতে দেখা গেল বর স্বপ্নিল সূর্যবংশীকে। অনুষ্ঠানে তাদের পরিবার ও বন্ধুরা উপস্থিত ছিলেন। ঝনকের স্বামী স্বপ্নীল সূর্যবংশী পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়র। যিনি এমবিএ করেছেন। আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিন-এ ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করেন।
ঝনক শুক্লা হলেন টেলিভিশন অভিনেত্রী সুপ্রিয়া শুক্লার মেয়ে, যিনি কুণ্ডলী ভাগ্যে তাঁর ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। ঝনক টেলিভিশন অনুষ্ঠান সোন পরীর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তবে শাহরুখ খানের ‘কাল হো না হো’ ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। ছবিতে তিনি প্রীতি জিন্টার চরিত্রের ছোট বোন জিয়া কাপুরের ভূমিকায় অভিনয় করেছিলেন। তারপরে তিনি করিশ্মা কা করিশ্মা টিভি সিরিজেও কাজ করেন। ঝনক শুক্লার নতুন জীবনের জন্য রইলো আমাদের অনেক শুভেচ্ছা।