বিনোদন

‘তুমি দেখছ ক্লান্ত দুই চোখ, আমি ওই দু’চোখে অভিজ্ঞতা দেখতে পাই “লিখলেন স্বস্তিকা

মুখশ্রীতে নেই কোনও রূপটান, প্রসাধনী বলতে কেবল হালকা লিপস্টিক, খোলা চুল আর চোখে গোলাপি ফ্রেমের চশমা। স্বস্তিকা লিখলেন, ‘তুমি দেখছ ক্লান্ত দুই চোখ, আমি ওই দু’চোখে অভিজ্ঞতা দেখতে পাই। তুমি দেখ চোখের নীচে কালি, আমি দেখি সাফল্য…’ ১৩ ডিসেম্বর ৪৪ বছরে পা রাখলেন অভিনেত্রী। বিশেষ দিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন খোলা চিঠি। অভিনেত্রী নিজের উদ্দেশ্যেই লিখলেন, ‘হে প্রিয়, তোমাকে ৪৪তম জন্মদিনের শুভেচ্ছা। এক সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, আজ সেই রং রুপোর থেকেও উজ্জ্বল।’ বরাবরই স্পষ্টবাদী তিনি। নিজের বয়স থেকে শুরু করে শারীরিক পরিবর্তন, প্রতিটি বিষয় নিয়েই সোজাসাপটা স্বস্তিকা। আর তাই তো বয়সের সঙ্গে মুখে তৈরি হওয়া বলিরেখাকেও পরম যত্নে আগলে নিয়েছেন তিনি। সমাজমাধ্যমে লিখলেন, ‘তুমি দেখ বলিরেখা, আমি দেখতে পাই একজন সম্পূর্ণ নারীকে। দেখতে পাই একজন শিল্পীকে, একজন মা এবং বন্ধুকে। ঠিক এমনটাই থাকো তুমি। — দয়ালু, আন্তরিক, স্বচ্ছ ও সৎ। পৃথিবী তোমার সঙ্গে যেমনই হোক, তুমি যেন এমনই থাকো।’ সবশেষে নিজেই নিজেকে লিখলেন, ‘মনে রেখো, আমি তোমার সঙ্গে সব সময় আছি। তুমি না থাকলেও, আমি থাকব। শুভ জন্মদিন আমার প্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের মাধুর্য নিয়ে জীবনে আরও এগিয়ে যাও।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.