শুধু ‘অমিতাভ বচ্চন’ নামটাই মুম্বাইয়ে শিহরণ জাগিয়েছিল এক সময়। এক সময় কেন, এখনো তিনি সমানভাবে কাজ করে চলেছেন। তবে আজ থেকে ২৪ বছর আগে তিনি ইন্ডাস্ট্রিতে তৈরী করেছিলেন এক ইতিহাস। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ৷ বিগত ৫৫ বছরেরও বেশি সময় ধরে সবার মনে রাজত্ব করেছেন। কোটি কোটি টাকার সম্পত্তি বিগ বির ৷ ২৪ বছরের পুরনো ছবিটি ব্লকবাস্টার হিট ছবি ছিল যা কোটি কোটি টাকা রোজগার করেছিল কিন্তু সেখান থেকে ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অমিতাভ ৷ ৮২ বছর বয়সী অমিতাভ বচ্চন আজও বিভিন্ন প্রযোজকের প্রথম পছন্দ ৷ কেরিয়ারের শুরু হয় সাত হিন্দুস্তানি দিয়ে ৷ এত বছরের কেরিয়ারে ২০০-র থেকে বেশি ছবিতে অভিনয় করেছেন।
কিন্তু একটি ছবিতে মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ অমিতাভ বচ্চনের অন্যতম একটি ছবি ‘মহেব্বতে’। এখানে অভিনয় করে বিগ বি মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। ২০০০ সালে অভিনয় করেছিলেন ২৪ সাল আগে বিশাল রোজগার করেছিল, পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন গুরুকুলের এই তিন স্তম্ভ এই নিয়েই ছবি বাজার কাঁপিয়েছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, ঐশ্বর্য রাই, উদয় চোপড়া, শমিতা শেট্টি, যুগল হংসরাজ, কিম শর্মা, প্রীতি জাঙ্গিয়ানি, জেমি শ্রেইগেল।