বিনোদন

সামনেই হয়তো মিরাকেল ঘটতে চলেছে বলি পাড়ায়

হ্যাঁ, একে ‘মিরাকেল’ বলাই যায়। মুম্বই অভিনয় জগতে তিন জনই নিজের জায়গায় খ্যাত। সকলেই মুখিয়ে থাকেন তাঁদের ছবি দেখার জন্য। কিন্তু তাঁরা তিনজন একসঙ্গে এক ছবিতে অভিনয় করছে – এটা কিন্তু সত্যি মিরাকেল। হ্যাঁ, আমরা তিনি খানের কথা বলছি – আমির, শহরুখ ও সলমন। আমির খান সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন। সেখানে তাঁকে সম্মান জানানো হয়। সেখানেই তাঁর কাছ থেকে চমকদার খবর পেয়ে যায় নেটিজেনরা। আমির বলেন, তিনি অনেক দিন থেকেই ভাবছেন যে তিনজন এক ছবিতে অভিনয় করলে কেমন হয়!

আমির খান এদিন আলাপচারিতায় জানান, বলিউডের ৩ খান একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। তারা সেই ছবিতে কাজ করার জন্য ভাবনা চিন্তা করেছেন, কথাও বলেছেন। আমিরের কথায়, “প্রায় ছয় মাস আগে আমি, শাহরুখ এবং সলমন একসঙ্গে বসে ছিলাম। তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। আমিই সেই মানুষটা যে এই আইডিয়া দিয়েছি এবং ওদের দুজনকে মানে শাহরুখ এবং সলমনকে বলেছি যে আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি তিনজন মিলে তাহলে সেটা খুবই দুঃখজনক হবে”। সূত্রের খবর, তেমনই এক ছবি তৈরী হতে চলেছে দ্রুত। এখন আমাদের কিছুদিনের অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.