বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষাই শুধু এক নয়, সংস্কৃতিও এক। তাই প্রতিবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভলে সবচেয়ে বেশি সিনেমা দেখানো হয় বাংলাদেশের। কিন্তু এবার সে দেশের সামগ্রিক পরিস্থিতি খুবই খারাপ। তাই দেখানো হচ্ছে না কোনো বাংলাদেশের ছবি। রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণেই এবার বাংলাদেশের কোনো সিনেমা দেখানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে আক্ষেপের সঙ্গে এই কথা বলেন গৌতম ঘোষ। চলছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেখানো হচ্ছে দেশি-বিদেশি নানা ছবি। প্রতিদিনই ছবি দেখতে ভিড় করছেন সিনেপ্রেমীরা। তবে রবিবার ছবি দেখার লাইন অনেক বেশি দীর্ঘ। তবে বর্তমান পরিস্থিতির উপর বিচার করে এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে না বাংলাদেশের কোনও ছবি। কিন্তু নাগরিক মহল মনে করে একমাত্র সাংস্কৃতিক ভাব বিনিময়ের মাধ্যমেই আবার কাছাকাছি আসতে পারে দুই বাংলা। কিন্তু পাকিস্তান পন্থী মৌলবাদীরা তা কিছুতেই করতে দিতে চাইছে না।