৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রায় শেষের দিকে। প্রচুর ভালো ছবি ইতিমধ্যে উপভোগ করেছেন দর্শকেরা। মঙ্গলবার রয়েছে একগুচ্ছ সিনেমা, শর্টফিল্ম, তথ্যচিত্র। কোন কোন সিনেমার দিকে নজরে থাকবে এবং তা কোথায় দেখা যাবে, জেনে রাখুন সেই তথ্য।
প্রথমেই নন্দন ১। সকাল নটা থেকে এখানে দেখা যাবে সের্দেই পরাজানভ পরিচালিত ‘সায়াত নোভা’ (দ্য কালার অফ পমেগ্রানেটস)। আর্মেনিয়ান কবি-সঙ্গীতজ্ঞ সায়াত-নোভার জীবন অবলম্বনে তৈরি এই ছবি। কিংবদন্তি পরিচালক হরিসাধন দাশগুপ্তর জন্মশতবর্ষ। তাঁর ‘একই অঙ্গে এত রূপ’ সিনেমাটি বেলা দেড়টা থেকে দেখা যাবে নন্দন ২ প্রেক্ষাগৃহে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মাধবী মুখোপাধ্যায়, বসন্ত চৌধুরী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা। শতবর্ষে শিল্পী তথা অধ্যাপক কে জি সুব্রহ্মণ্যন। তাঁকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক গৌতম ঘোষ। তা বিকেল পাঁচটা থেকে দেখতে পাবেন নন্দন ৩ প্রেক্ষাগৃহে। প্রখ্যাত অহমিয়া ছবির পরিচালক হিরেন বোরার ‘বোর্খা দ্য ভেল’ সিনেমাটি বেলা দেড়টা থেকে দেখতে পাবেন রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে।
এছাড়া নজরুল তীর্থ ১ প্রেক্ষাগৃহে বেলা দেড়টা থেকে দেখা যাবে আলেহান্দ্রা স্টেফানি পরিচালিত ‘মাইসেলিয়া’। এক মাশরুম সংগ্রহকারী ও মাইসেলিয়ার প্রেমের কাহিনি। নজরুল তীর্থ ২ প্রেক্ষাগৃহে বেলা দুটো থেকে দেখতে পাবেন সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত সিনেমা ‘আপিস’। বাণী বসুর কাহিনি অবলম্বনে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী ও সন্দীপ্তা সেন। নজরুল তীর্থ ২ প্রেক্ষাগৃহেই বিকেল পাঁচটা থেকে দেখা যাবে অর্ক মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘কাল্পনিক’। এছাড়াও বিভিন্ন প্রেক্ষাগৃহে আছে আরও একগুচ্ছ ছবি।