৮ ডিসেম্বর কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের জন্মবার্ষিকী। শিল্পীকে স্মরণ করেই শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে অনুষ্ঠিত হল দুই দিনের উদয় শঙ্কর নৃত্য উৎসব। আয়োজনে ‘ওয়েস্টবেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন’। সহায়তায় ‘ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার’। এই নিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ এই উদ্যোগের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর, পার্বতী গুপ্ত, চন্দ্রোদয় ঘোষ, জোনাকি সরকার, প্রদীপ্ত নিয়োগী, অমিত অধিকারী প্রমুখ। শান্তিনিকেতনের সৃজনী শিল্প গ্রামে আয়োজিত হল ‘আলমোরা’, দুই দিনের উদয়শঙ্কর নৃত্য উৎসবে ( ৬ ডিসেম্বর এবং ৭ ডিসেম্বর, ২০২৪) অংশগ্রহণ করেছে রাজ্যের নানা প্রান্ত থেকে চব্বিশটি নাচের দল। উদ্বোধনী অনুষ্ঠানের দিন শিল্পী মমতা শঙ্কর বলেন, “কলকাতার বাইরেও ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এর কাজের প্রচার এবং প্রসার, এর অন্যতম প্রধান লক্ষ্য। কলকাতার বাইরেও অনেক প্রতিভাবান শিল্পী, নৃত্য সংস্থা আছে যাঁরা সব সময় কলকাতায় এসে তাঁদের নৃত্য পরিবেশন করতে পারেন না। আবার অনেক কলকাতার সংস্থা আছে যারা কলকাতার বাইরে গেলে সেখানকার দর্শক তাঁদের কাজ দেখার সুযোগ পান। তাই কলকাতার বাইরেও এই আয়োজনের গুরত্ব অপরিসীম।” তিনি আরও বলেন, “ছেলেবেলায় বাবার অনুষ্ঠান সাইড উইঙ্গসে বসে বাবার নাচ দেখতাম। কোনও গ্রাম্য দৃশ্য থাকলে আমায় কোলে নিয়ে মঞ্চে একপাক ঘুরে নিতেন। অভিনয়টা বাবার থেকেই পেয়েছি। আমি খুব পুণ্য করেছিলাম গত জন্মে যে এমন মানুষদের বাবা-মা হিসেবে পেয়েছিলাম।”
Read Next
বিনোদন
February 17, 2025
সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’।
বিনোদন
February 17, 2025
এই মুহুর্তে বিতর্কের অন্যতম নামই যেন উদিত নারায়ণ
বিনোদন
February 16, 2025
দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ
বিনোদন
February 16, 2025
আসছে ‘আশিকি’ ছবির তৃতীয় অধ্যায়
February 17, 2025
সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’।
February 17, 2025
এই মুহুর্তে বিতর্কের অন্যতম নামই যেন উদিত নারায়ণ
February 16, 2025
টলিউডে যেন প্রেমের মরশুম! তার মাঝেই প্রেমের ইস্তেহার তথাগত মুখোপাধ্যায়ের
February 16, 2025
দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ
February 16, 2025
ভালবাসা দিবস না ‘ছাবা দিবস’, কার জোর বেশি ছিল গত শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি?
February 16, 2025
আসছে ‘আশিকি’ ছবির তৃতীয় অধ্যায়
Related Articles
Check Also
Close
-
নিজে এসে জগদ্ধাত্রীকে শাসিয়ে গেল গুরু শর্মা!March 22, 2024