বোলিংয়ে ম্যাচ জেতানোর নজির অনেক আছে মহম্মদ শামির। এবার বাংলাকে কোয়ার্টার ফাইনালে তুলতে জ্বলে উঠলেন ব্যাট হাতে। সৈয়দ মুস্তাকে রুদ্ধশ্বাস লড়াই শেষে চণ্ডীগড়কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। ঝোড়ো ব্যাটিংয়ে ১৭ বল খেলে ৩২ রান করেন মহম্মদ শামি। আর বাংলা জেতে মাত্র ৩ রানে। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে বাংলা। অন্যদিকে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে চণ্ডীগড়। বাংলার হয়ে সর্বোচ্চ রান করেন করণলাল (৩৩), এরপরই শামির রান ৩২। পাশাপাশি বল হাতেও নেন ১ উইকেট। ২৪ বলে ৩০ রান করেন প্রদীপ্ত প্রামাণিক। ৪ উইকেট পায় সায়ন ঘোষ।