দিনরাতের টেস্ট হেরে চাপে পড়ল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে পিছিয়ে তিন নম্বরে চলে গেল টিম ইন্ডিয়া। শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ফলে, সমীকরণ পাল্টে গেল সব। অনিশ্চিত হয়ে গেল ভারত। দক্ষিণ আফ্রিকা টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে ১০৯ রানে। এই জয়ের পর নাটকীয়ভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এসেছে টেম্বা বাভুমার দল। তাদের পয়েন্ট শতাংশ এইমুহূর্তে ৬৩.৩৩। অন্যদিকে দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬০.৭১। আর তিন নম্বরে ভারতের পয়েন্ট শতাংশে ৫৭.২৯।
দেখে নিন একনজরে ভারতের সমীকরণ
*বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত সরাসরি ৪-১ ব্যবধানে জিতে গেলে কোনও সমীকরণ লাগবে না। সরাসরি ফাইনাল খেলবে।
*ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতলে নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকার ওপর। প্রোটিয়ারা হোম সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারালে ভারতকে ছাড়িয়ে যাবে। দ্বিতীয় টিম হিসেবে লড়বে ভারত-অস্ট্রেলিয়া।
*ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জিতলে ফাইনালে উঠতে শ্রীলঙ্কার ওপরও নির্ভর করতে হবে। শ্রীলঙ্কাকে অবশ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত একটি টেস্ট ড্র করতে হবে।
*সিরিজ ড্র হলেও ফাইনালে পৌঁছতে পারে ভারত। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে হবে শ্রীলঙ্কাকে। আবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ হতে হবে প্রোটিয়াদের বিরুদ্ধে।
*সিরিজ হারলে অবশ্য স্বপ্ন শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার।
#TeamIndia #Sports #Cricket #aadition