শীতে চলে আসছে, তাই ত্বকের যত্নে সতর্ক থাকতে হবে। ত্বককে সুন্দর, মসৃন আর উজ্জ্বল রাখতে হলে অতিরিক্ত সূর্যরশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি এড়িয়ে চলতে হবে। তা না হলে ত্বক বুড়িয়ে যাবে। সেক্ষেত্রে একটি ছাতা বা টোকা জাতীয় টুপি ব্যবহার করা যেতে পারে।শীতের রূপচর্চা ও ত্বকের যত্নযাদের কাছে এগুলো রুচিসম্মত মনে না করেন তারা যেকোনো উৎকৃষ্ট মানের সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন। তবে সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই আপনার ত্বকের রং বিবেচনায় আনতে হবে। শীতের রূপচর্চা ও ত্বকের যত্নযে ত্বকের রং যত সাদা সে ত্বক সূর্যালোকে তত বেশি নাজুক। সেই সঙ্গে শুরু হয়েছে ত্বকের নানাবিধ সমস্যা। তাই এখন থেকেই শুরু হোক ত্বকের বাড়তি যত্ন। এতে শীতের শুষ্কতা কমিয়ে ত্বককে করবে মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল।শীতের রূপচর্চা ও ত্বকের যত্নত্বকে ময়েশ্চারাইজশীতে ত্বকের যত্নের শুরুতে একটি ভালো ময়েশ্চারাইজার বেছে নিন। বাজার থেকে বাদাম তেল বা এভাকাডোসমৃদ্ধ ময়েশ্চারাইজার কিনুন। এগুলো ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। যতবার ত্বক শুষ্ক মনে হবে ততবার ব্যবহার করুন।সানস্ক্রিন ব্যবহারশীত আসছে বলে ভাববেন না যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীতা কমে গেছে। শীতকালেও বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে এসপিএফ ১৫-৩০ সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করুন।শীতের রূপচর্চা ও ত্বকের যত্নআর্দ্রতা বজায় রাখুনশীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মাঝে মাঝে মুখে পানির ঝাপটা দিন। সহজে ত্বক শুষ্ক হবে না।অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুনগোসলের সময় আরাম অনুভব হলেও অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ, মাথা ধোয়া থেকে বিরত থাকবেন। অতিরিক্ত গরম পানি মুখের ত্বকের ফলিকলগুলো ক্ষতিগ্রস্ত করে ফেলে, যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা জোজোবা বা বাদাম তেল দিয়ে নিলে তা ত্বককে আর্দ্র এবং মসৃণ করতে সহায়তা করে।ভেজা ত্বকের পরিচর্যা করুনগোসলের পর এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।শীতের রূপচর্চা ও ত্বকের যত্নঠোঁটের পরিচর্যাকখনোই জিব দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট কখনোই ফেটে যাবে না।শীতের রূপচর্চা ও ত্বকের যত্নমেকআপ করার সময়মেকআপ করার সময় লিক্যুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন না। শীতকালে ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করুন।চুলের যত্নশীতকালে কখনোই ভেজা চুলে বাইরে বের হওয়া উচিত নয়। এতে করে চুলের আর্দ্রতা নষ্ট হয় এবং চুল ভেঙে যায়।শীতের রূপচর্চা ও ত্বকের যত্নহ্যাট পরুনচুল এবং মাথার তালুর আর্দ্রতা ধরে রাখতে হ্যাট পরুন। তবে হ্যাটটি যাতে বেশি টাইট না হয় সেদিকে খেয়াল রাখবেন।
Read Next
অফবিট
February 11, 2025
১৩ টি ফল এবং সবজি দিয়ে হবে ত্বকের যত্ন!
অফবিট
February 11, 2025
ত্বককে এক্সট্রা গ্লোয়িং করতে ৪টি ন্যাচারাল লিকুইড
অফবিট
February 11, 2025
সুন্দর ত্বক পেতে ৯ টি টিপস!
অফবিট
February 10, 2025
হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!
February 11, 2025
১৩ টি ফল এবং সবজি দিয়ে হবে ত্বকের যত্ন!
February 11, 2025
ত্বককে এক্সট্রা গ্লোয়িং করতে ৪টি ন্যাচারাল লিকুইড
February 11, 2025
সুন্দর ত্বক পেতে ৯ টি টিপস!
February 11, 2025
ত্বকের যত্নে কলা | ৮টি ব্যবহারে পাবেন ব্রণ ও বলিরেখা মুক্ত উজ্জ্বল ত্বক!
February 10, 2025
হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!
February 10, 2025
ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি | আদার ৭টি কার্যকারী মাস্ক নিজেই বানিয়ে নিন
Related Articles
Check Also
Close