- একের বদলে দুই! ডুরান্ড ফাইনালে হারের পর যেন নর্থ ইস্টকে জোড়া ধাক্কাই দিল মোহনবাগান। আইএসএলে দু’বার সাক্ষাতে দু’বারই হারাল জন আব্রাহামের নর্থ ইস্টকে। গুয়াহাটিতে ২-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল সবুজ মেরুন ব্রিগেড আবার শীর্ষস্থানও ফিরে পেল। বাগানের হয়ে দুটি গোল করেন মনবীর সিং ও লিস্টন কোলাসো। ম্যাচে নামার আগে রক্ষণ নিয়ে চিন্তায় ছিলেন কোচ হোসে মোলিনা। স্বাভাবিক। কারণ কার্ড সমস্যার জন্য নর্থ-ইস্ট ম্যাচে নামতে পারেননি দুই ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ এবং শুভাশিস বসু। কিন্তু খেলায় তার প্রভাব পড়তে দেনি কেউই। প্রথমার্ধ গোলশূন্য থাকায় দ্বিতীয়ার্ধে যেন খোলস ছেড়ে বেরোয় সবুজ মেরুন ব্রিগেড। ৬৪ মিনিটে বাজিমাত করেন মনবীর সিং। এর ৬ মিনিটে পরে লিস্টন কোলাসো তিন পয়েন্ট নিশ্চিত করে দেন। লিগ টেবিলে এখন জোর টক্কর চলছে মোহনবাগান ও বেঙ্গালুরুর মধ্যে। দু’দলের পয়েন্ট একই। দু’দলের ঝুলিতে ২৩ পয়েন্ট। তবে মোহনবাগান এক ম্যাচ কম খেলেছে।
Read Next
February 10, 2025
ভারতের ব্যাটিংয়ের সময় আচমকাই আলো নিভে যায় কটকের বরাবটি স্টেডিয়ামে
February 8, 2025
এবার জোড়া স্বপ্ন দেখছেন পূর্ব বর্ধমানের কালনার পূর্ব সাতগেছিয়া গ্রামের মেয়ে সাথী মণ্ডল
February 8, 2025
বাদশাহী আংটি! টি২০ জয়ের প্রায় মাস ছয়েক পরই রাজকীয় এই আংটিই উপহার দিয়েছে বিসিসিআই
February 8, 2025
ফিটনেস লেভেলে যে কোনও তরুণ ক্রিকেটারকেই যেন হারিয়ে দেবেন কোহলি
February 7, 2025
একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ৩ উইকেট তুলে নেন হর্ষিত রানা
February 7, 2025
ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে প্রথম একদিনের ম্যাচ একপেশেভাবেই জিতে নিল ভারত