- একের বদলে দুই! ডুরান্ড ফাইনালে হারের পর যেন নর্থ ইস্টকে জোড়া ধাক্কাই দিল মোহনবাগান। আইএসএলে দু’বার সাক্ষাতে দু’বারই হারাল জন আব্রাহামের নর্থ ইস্টকে। গুয়াহাটিতে ২-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল সবুজ মেরুন ব্রিগেড আবার শীর্ষস্থানও ফিরে পেল। বাগানের হয়ে দুটি গোল করেন মনবীর সিং ও লিস্টন কোলাসো। ম্যাচে নামার আগে রক্ষণ নিয়ে চিন্তায় ছিলেন কোচ হোসে মোলিনা। স্বাভাবিক। কারণ কার্ড সমস্যার জন্য নর্থ-ইস্ট ম্যাচে নামতে পারেননি দুই ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ এবং শুভাশিস বসু। কিন্তু খেলায় তার প্রভাব পড়তে দেনি কেউই। প্রথমার্ধ গোলশূন্য থাকায় দ্বিতীয়ার্ধে যেন খোলস ছেড়ে বেরোয় সবুজ মেরুন ব্রিগেড। ৬৪ মিনিটে বাজিমাত করেন মনবীর সিং। এর ৬ মিনিটে পরে লিস্টন কোলাসো তিন পয়েন্ট নিশ্চিত করে দেন। লিগ টেবিলে এখন জোর টক্কর চলছে মোহনবাগান ও বেঙ্গালুরুর মধ্যে। দু’দলের পয়েন্ট একই। দু’দলের ঝুলিতে ২৩ পয়েন্ট। তবে মোহনবাগান এক ম্যাচ কম খেলেছে।
Read Next
January 11, 2025
ধারে ভারে এগিয়ে মোহনবাগানই
January 11, 2025
প্ল্যান বি ভাবতেই হচ্ছে অস্কর ব্রুজোকে
January 11, 2025
মন রে মন, চলো বৃন্দাবন…’।বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা ও তাদের সন্তানরা
January 10, 2025
এও সম্ভব! বিষ মেশানোর অভিযোগ খোদ নোভাক জকোভিচের!
January 10, 2025
শোনা যাচ্ছে, একমাস মাঠের বাইরে থাকতে হতে পারে বাংলার এই পেসারকে
January 10, 2025
ডার্বির মতো কঠিন পরীক্ষায় দল সাজাতে বেশ হিমশিম খেতে হচ্ছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে