- একের বদলে দুই! ডুরান্ড ফাইনালে হারের পর যেন নর্থ ইস্টকে জোড়া ধাক্কাই দিল মোহনবাগান। আইএসএলে দু’বার সাক্ষাতে দু’বারই হারাল জন আব্রাহামের নর্থ ইস্টকে। গুয়াহাটিতে ২-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল সবুজ মেরুন ব্রিগেড আবার শীর্ষস্থানও ফিরে পেল। বাগানের হয়ে দুটি গোল করেন মনবীর সিং ও লিস্টন কোলাসো। ম্যাচে নামার আগে রক্ষণ নিয়ে চিন্তায় ছিলেন কোচ হোসে মোলিনা। স্বাভাবিক। কারণ কার্ড সমস্যার জন্য নর্থ-ইস্ট ম্যাচে নামতে পারেননি দুই ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ এবং শুভাশিস বসু। কিন্তু খেলায় তার প্রভাব পড়তে দেনি কেউই। প্রথমার্ধ গোলশূন্য থাকায় দ্বিতীয়ার্ধে যেন খোলস ছেড়ে বেরোয় সবুজ মেরুন ব্রিগেড। ৬৪ মিনিটে বাজিমাত করেন মনবীর সিং। এর ৬ মিনিটে পরে লিস্টন কোলাসো তিন পয়েন্ট নিশ্চিত করে দেন। লিগ টেবিলে এখন জোর টক্কর চলছে মোহনবাগান ও বেঙ্গালুরুর মধ্যে। দু’দলের পয়েন্ট একই। দু’দলের ঝুলিতে ২৩ পয়েন্ট। তবে মোহনবাগান এক ম্যাচ কম খেলেছে।
Read Next
February 15, 2025
জসপ্রীত বুমরাহ নেই,প্রভাব পড়বে কতটা?
February 15, 2025
২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ
February 15, 2025
মরু দেশে মিশন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ ক্রিকেটার
February 14, 2025
এবারের জাতীয় গেমস স্মরণীয় করে রাখলেন বাংলার জিমন্যাস্ট, অ্যাথলিটরা
February 13, 2025
রজত কুমার, এখন নিজেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন
February 13, 2025
গত বছর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মোট আয় ২৬ কোটি ডলার! ভারতীয় টাকায় অঙ্কটা সত্যিই বিশালই!