টলিউড তারকা দেব এখন দিনরাত ব্যস্ত তাঁর নতুন ছবি ‘খাদান’-এর প্রচারে। কখনও দুর্গাপুর, কখনও আসানসোল—বাংলার বিভিন্ন জায়গায় ছবির টিম নিয়ে ঘুরছেন তিনি। সম্প্রতি, শুক্রবার সকালেই তিনি পৌঁছান তারাপীঠে। মায়ের কাছে ভক্তিভরে পুজো দিয়ে, সকলের মঙ্গল ও সুস্থতা প্রার্থনা করেন। ‘খাদান’-এর সাফল্যের জন্যও মা তারার কাছে আশীর্বাদ চান দেব।
তবে তারাপীঠ সফর শুধুমাত্র ‘খাদান’-এর জন্য নয়। সেখান থেকে তিনি সরাসরি চলে যান নতুন ছবির শুটিং স্পটে। মনে করা হচ্ছে, দেব বর্তমানে বীরভূমে আছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এর শুটিংয়ের জন্য। যদিও এই বিষয়ে ছবির টিম কোনো মন্তব্য করতে চাননি। রঘু ডাকাত বাংলার ইতিহাসের এক কিংবদন্তি চরিত্র। ইংরেজদের বিরুদ্ধে তাঁর বিদ্রোহ এবং সাধারণ মানুষের প্রতি তাঁর মানবিক দিক তাঁকে বাংলার ‘রবিনহুড’ হিসেবে পরিচিত করেছে। ধনীদের থেকে ধন লুট করে তিনি দরিদ্রদের সাহায্য করতেন এবং নারীদের প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। রঘু ডাকাতের জীবনের এমনই রোমাঞ্চকর গল্প এবার বড় পর্দায় তুলে ধরছেন দেব ও ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
২০২১ সালে এই ছবির ঘোষণা করেছিলেন দেব। ছবির ফার্স্টলুক প্রকাশের সময় দেব লিখেছিলেন, “আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনির উন্মোচন।” রঘু ডাকাতের গল্পে এবার জীবন্ত রূপ দেবেন দেব।